shono
Advertisement
Relationship Tips

রোজ নতুন কৌশলে সঙ্গীর যৌনতার চেষ্টায় নাজেহাল! বোঝাবেন কীভাবে?

এক বিছানায় দুটি মানুষ খুশি কিনা, তা যেন সম্পর্কের সুস্বাস্থ্যের গোপন চাবিকাঠির মতো।
Published By: Sayani SenPosted: 05:55 PM Mar 14, 2025Updated: 06:13 PM Mar 14, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও রান্নায় স্বাদের জন্য যেমন নুনের পরিমাণ কমবেশি হলেই মুশকিল। ঠিক তেমনই সম্পর্কের ক্ষেত্রে যৌনতাও খুবই গুরুত্বপূর্ণ। এক বিছানায় দুটি মানুষ খুশি কিনা, তা যেন সম্পর্কের সুস্বাস্থ্যের গোপন চাবিকাঠির মতো। তবে দীর্ঘদিনের দাম্পত্য় জীবনে যৌনতায় ভাটার টান নতুন কিছু নয়। তাই অনেকেই নতুন নতুন কৌশলে যৌনতায় মাতার চেষ্টা করেন। আপনার সঙ্গীও কি যৌনতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করেন? আর তার জেরে আপনি নাজেহাল? উত্তর 'হ্যাঁ' হলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে একথা বোঝাবেন সঙ্গীকে।

Advertisement

১. বহুক্ষেত্রেই দেখা যায়, যৌনতায় সঙ্গীর পরীক্ষা নিরীক্ষা ফলে বিছানায় থাকায় অপর মানুষ বেজায় যন্ত্রণা পান। এই পরিস্থিতি তৈরি হলে রিল এবং রিয়াল লাইফ যে এক নয়, তা তাঁকে পরিষ্কার ভাষায় বোঝান।

২. বিছানায় যৌনতায় মাতার ফলে দুজনেই চরম সুখ পাচ্ছেন কিনা, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সঙ্গীকে বোঝান নানা পরীক্ষা নিরীক্ষা আপনাকে মোটেও যৌনসুখ দেয় না। পরিবর্তে তা যন্ত্রণাদায়ক।

৩. এক ঘরে থাকা দুজন মানুষ কীভাবে বিছানায় যৌনতায় মাতবেন, তার আবার কোনও বাঁধাধরা নিয়ম থাকতে পারে নাকি? সঙ্গীকে বোঝান আগে থেকে ভাবনাচিন্তা করে রোজ রোজ নতুন নতুন কৌশলে শারীরিক সম্পর্ক তৈরি করা নিষ্প্রয়োজন। পরিবর্তে যেভাবে যেদিন মন চায় সেভাবেই একে অপরের কাছাকাছি আসা দরকার। তাতে সম্পর্ক অনেক বেশি রঙিন হয়ে উঠবে।

৪. যৌন সম্পর্কের ক্ষেত্রে শরীরের পাশাপাশি মনের ভূমিকাও অনেক। সঙ্গীর মননে বদল খুব প্রয়োজন। তাই প্রয়োজনে তাঁর কাউন্সেলিংয়ের বন্দোবস্তও করতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এক বিছানায় দুটি মানুষ খুশি কিনা, তা যেন সম্পর্কের সুস্বাস্থ্যের গোপন চাবিকাঠির মতো।
  • তবে দীর্ঘদিনের দাম্পত্য় জীবনে যৌনতায় ভাটার টান নতুন কিছু নয়।
  • তাই অনেকেই নতুন নতুন কৌশলে যৌনতায় মাতার চেষ্টা করেন।
Advertisement