shono
Advertisement
Phone Romance

ফোন সেক্স করতে ভালোবাসেন? যৌনতায় লিপ্ত হওয়ার আগে মাথায় রাখুন এই ৫ বিষয়

৪ নম্বর পয়েন্টটা অবশ্যই মনে রাখুন।
Published By: Akash MisraPosted: 09:19 PM Jul 09, 2024Updated: 09:19 PM Jul 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই ফোন সেক্সের অভ্যাসে আটকে। বিশেষ করে ডেটিং অ্যাপের বাড়বাড়ন্তে ফোন সেক্সে মেতে ওঠেন বহু যুবক-যুবতী। তবে শুধু ডেটিং অ্য়াপও নয়, দুরান্তের সম্পর্কেও ফোন সেক্সে মেতে ওঠেন প্রেমিকা-প্রেমিকারা। বিশেষজ্ঞরা বলছেন, অতিমাত্রায় ফোন সেক্সের ফলে মানসিক রোগও হতে পারে। তাই বিশেষ কিছু জিনিস মেনে চলা উচিত ফোন সেক্সের সময়।

Advertisement

সম্প্রতি মার্কিন এক বিশ্ববিদ্যালয় গোটা বিশ্বে এক সমীক্ষা চালায় ৷ যার বিষয় ছিল ফোন সেক্স ৷ সেখানেই উঠে আসে, গোটা বিশ্বে ২৫ থেকে ২৮ এবং ৪০ থেকে ৪৫ বছর বয়সি মহিলা ও পুরুষেরাই সর্বাধিক ফোন সেক্সে মেতে ওঠেন ৷

[আরও পড়ুন: আম্বানিদের অনুষ্ঠানে সলমনের গায়ে হলুদ! এবার বিয়ের পালা? উচ্ছ্বসিত অনুরাগীরা ]

১) ফোন সেক্স করার আগে মাথায় রাখুন আপনার ফোন নম্বর যেন ভুল কাজে ব্যবহৃত না হয়। এক্ষেত্রে ইন্টারনেট কলিং কিম্বা প্রাইভেট নম্বর ব্যবহার করতে পারেন।
২) ভিডিও কলে সেক্স চ্য়াট করার আগে মাথায় রাখুন, আপনার কল রেকর্ড হচ্ছে না তো! না হলে কিন্তু বিপদে পড়তে পারেন।

৩) অ্যাপে হঠাৎ করে আলাপ হল, আর সেক্স চ্যাট শুরু করে দিলেন, তা যেন না হয়। বরং একটু বুঝে শুনে খেলা শুরু করুন।


৪) অ্য়াপের মাধ্যমে ছবি শেয়ার করার আগে মাথায় রাখুন, আপনার এই ছবি কিন্তু অন্যভাবে ব্যবহার হতে পারে। তাই খুব সাবধান।
৫) আপনার সেক্স চ্যাটের স্ক্রিনশট নিয়ে যদি সোশাল মিডিয়ায় আপনাকে কেউ হুমকি দেয়, তাহলে অবশ্যই সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করতে হবে।

[আরও পড়ুন: ঋদ্ধি-সুরঙ্গনার ঠোঁটঠাসা চুমু, টাইমস স্কোয়্যারে ভালোবাসার জোয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফোন সেক্স করার আগে মাথায় রাখুন আপনার ফোন নম্বর যেন ভুল কাজে ব্যবহৃত না হয়।
Advertisement