shono
Advertisement
Holi

দোলের দিনই বছরের প্রথম চন্দ্রগ্রহণ! কী প্রভাব পড়বে জীবনে?

এবছরের ফাল্গুনী পূর্ণিমা তিথি পড়েছে ১৪ মার্চ।
Published By: Biswadip DeyPosted: 05:50 PM Mar 02, 2025Updated: 05:50 PM Mar 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসন্ত এসে গেছে। সামনেই দোল। আর সেদিনই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। কী প্রভাব পড়তে পারে বিভিন্ন রাশির উপরে। তা নিয়ে অনেকেই ভাবিত।

Advertisement

এবছরের ফাল্গুনী পূর্ণিমা তিথি পড়েছে ১৪ মার্চ। সেদিনই দোল। এবং সেদিনই অবাঙালিরা পালন করবেন হোলি। পূর্ণিমা থাকবে ১৩ মার্চ সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ১৪ মার্চ বেলা ১২টা ২৩ মিনিট পর্যন্ত। যে কারণে একটা সংশয়ও কাজ করছে কবে দোলখেলা হবে তা নিয়ে। তবে দুদিনই পূর্ণিমা থাকলেও উদয়া তিথি মেনে শুক্রবারই দোল পালিত হবে। আগের দিন নেড়া পোড়া।

আর এদিনই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুসারে সকাল ৯টা ২৯ মিনিটে। শেষ হবে ৩টে ২৯ পর্যন্ত। ২০২৫ সালে দুটি চন্দ্রগ্রহণ হওয়ার কথা। প্রথমটি ১৪ মার্চ। দ্বিতীয়টি ৭ সেপ্টেম্বর। দুই গ্রহণের মধ্যে দ্বিতীয় গ্রহণ এদেশ থেকে দৃশ্যমান হলেও দোলের দিনের গ্রহণ দেখাই যাবে না ভারত থেকে। আর সেই কারণেই এই গ্রহণের কোনও প্রভাব এই দেশে পড়বে না।

প্রসঙ্গত, ভারত থেকে দেখা না গেলেও এই গ্রহণ দেখা যাবে অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, পূর্ব এশিয়া থেকে। দেখা যাবে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর মহাসাগর থেকেও। ফলে ওই সব অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের উপরে প্রভাব পড়বে গ্রহণের। বাড়বে চাকরির সুযোগ। স্বাস্থ্যজনিত সমস্যাও কমবে। এমনটাই জানাচ্ছেন জ্যোতিষীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবছরের ফাল্গুনী পূর্ণিমা তিথি পড়েছে ১৪ মার্চ। সেদিনই দোল। এবং সেদিনই অবাঙালিরা পালন করবেন হোলি।
  • পূর্ণিমা থাকবে ১৩ মার্চ সকাল ১০টা ৩৫ মিনিট থেকে ১৪ মার্চ বেলা ১২টা ২৩ মিনিট পর্যন্ত।
  • তবে দোলের দিনের গ্রহণ দেখাই যাবে না ভারত থেকে। আর সেই কারণেই এই গ্রহণের কোনও প্রভাব এই দেশে পড়বে না।
Advertisement