Advertisement
শাহরুখ-কোহলির 'ঝুমে জো পাঠান' থেকে শ্রেয়ার কণ্ঠে 'বন্দে মাতরম', আইপিএলের সুর বেঁধে দিল ইডেন
বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া, সভাপতি রজার বিনিরা কেক কাটলেন।
আঠারোয় পা দিল আইপিএল। বলা যায় 'সাবালক' হল আইপিএল। ইডেনে তার জন্মদিন, অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানে মাতিয়ে দিলেন শাহরুখ খান।
'ঝুমে জো পাঠানে'র গানে তাঁর সঙ্গে নাচলেন বিরাট কোহলি। আর রিঙ্কুর সঙ্গে নেচে উঠলেন 'লুট পুট গায়া' নাচে।
তার আগে সংগীতের সুরে ইডেনকে ভাসালেন শ্রেয়া ঘোষাল, করণ আউজলা। শ্রেয়ার কণ্ঠে 'বন্দে মাতরমে' মগ্ন হল ইডেন। নাচে মঞ্চ মাতালেন দিশা পাটানি।
Published By: Arpan DasPosted: 07:40 PM Mar 22, 2025Updated: 02:50 AM Mar 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ