সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরের প্রথম দিন। এই দিনটিতে শুভ কাজ দিয়ে শুরু করতে চান সকলেই। অনেকেই মনে করেন, ওইদিন কয়েকটি কাজ করলেই সংসারে শ্রীবৃদ্ধি হয়। অর্থকষ্টও থাকবে না সারাবছর। চলুন জেনে নেওয়া এই দিনটিতে কী কী করা উচিত।

১. নববর্ষে যতটা সম্ভব ভোর ভোর ঘুম থেকে উঠুন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরুন। নতুন বস্ত্র পরলেই ভালো।
২. নববর্ষের প্রথম দিনে কুবের যন্ত্র ঠাকুর ঘরে স্থাপন করুন। তাতে আপনার শ্রীবৃদ্ধি হবে।
৩. লক্ষ্মী, গণেশের মূর্তি বাড়িতে আনুন। পুজো দিন। উপাচার হিসাবে ফুল, মিষ্টি বাধ্যতামূলক। লক্ষ্মীলাভ তাতে কেউ রুখতে পারবে না।
৪. বাড়িতে ঢোকার মুখে গণেশ মূর্তি স্থাপন করুন। বছরভর সমস্ত বিপদ দূর হবে।
৫. হলুদ আর সিঁদুর লাগানো আমপাতা প্রবেশদ্বারে লাগাতে ভুলবেন না। তাতে বাস্তুদোষ দূর হবে।
৬. গুপ্তশক্র দূর করতে নববর্ষের প্রথম দিনে পুজো করানো কালো সুতো হাতে বাঁধতে পারেন। তাতে স্বাস্থ্যোন্নতি হবে। রোগব্যাধি দূর হবে।
৭. নববর্ষের দিন অবশ্য কড়ি কিনুন। তা লক্ষ্মীর আসনে রাখুন। তাতে সংসারে শ্রীবৃদ্ধি হবে।৮. নববর্ষের প্রথম দিনে ভুলেও ঝাঁটা, জুতো কিনবেন না। তাতে আপনার সারাবছর হয়তো ভালোভাবে কাটবে না।
৯. এদিন দরিদ্রদের দান করুন। নববর্ষের প্রথম দিনে যেকোনও সময় গরুকে খাবার খাওয়ান। আটা ও গুড় খাওয়াতে পারলেই ভালো।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, এই কাজগুলি করলে হু হু করে বাড়বে সম্পদ। হবে আপনার শ্রীবৃদ্ধি। উন্নতিও রুখতে পারবে না কেউ।