গৌতম ব্রহ্ম: প্রয়াত কলকাতার বিশিষ্ট চিকিৎসক ড. সুব্রত গোস্বামী। বুধবার ভোর ছয’টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে মোটর নিউরন রোগে কষ্ট পাচ্ছিলেন। চলছিল চিকিৎসা। কিন্তু এদিন সব লড়াই শেষ। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের চিকিৎসক মহল।
শিয়ালদহ ইএসএআই হাসপাতালে পেন ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এ রাজ্যের চিকিৎসাক্ষেত্রে বহু অবদান রয়েছে তাঁর। যার জন্য আন্তর্জাতিক পুরস্কারেও সম্মানিত হয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ থেকে পাশ এই কৃতী ছাত্র। কোমর এবং পায়ের ব্যথা উপশমের গাইডলাইন তৈরি করে বিশ্বমঞ্চে স্বীকৃতি পান তিনি।
[আরও পড়ুন: অনলাইন স্ক্যামে ৩৭ লক্ষ টাকা খোয়ালেন MBA ডিগ্রিধারী যুবতী! সতর্ক থাকুন আপনিও]
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পেন মেনেজমেন্টে পিএইচডি করেছিলেন তিনি। পেন ম্যানেজমেন্ট অর্থাৎ যন্ত্রণা উপশমের ক্ষেত্রে প্রাথমিক স্তরের অ-বিশেষজ্ঞ ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন সুব্রত গোস্বামী। ব্যথা কমানোর গাইডলাইনও তৈরি হয়েছিল তাঁর হাতে। সেই কারণেই আন্তর্জাতিক স্বীকৃতি পান এই বঙ্গসন্তান।
২০১৩ সালে শিয়ালদহ ইএসআই হাসপাতালে গড়ে ওঠে। সেসময় এই বিভাগের চিকিৎসক ছিল নামমাত্র। অনভিজ্ঞ চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে ধীরে ধীরে সেই বিভাগকে নিজের পায়ে দাঁড় করানোর কাজটি করেছিলেন ডা. গোস্বামীই। তবে তাঁর এই মহৎ উদ্যোগে পাশে ছিলেন এসএসকেএম হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ বিমানকান্তি রায়, অস্থিশল্য চিকিৎসক আনন্দকিশোর পাল, প্রশান্ত রায় কর্মকার-সহ অনেকেই। ডা. গোস্বামীর দেখানো পথেই এবার পেন মেনেজমেন্টকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর রাজ্যের চিকিৎসক মহল।