shono
Advertisement

ঝুমুর প্রেম, আজীবন বঞ্চনা সঙ্গে নিয়েই গানের ওপারে লোকশিল্পী বিজয় মাহাতো

অর্থাভাবে আরও উন্নত চিকিৎসার সুযোগ পাননি ঝুমুর ‘সম্রাট’, বলছেন ঘনিষ্ঠরা৷ The post ঝুমুর প্রেম, আজীবন বঞ্চনা সঙ্গে নিয়েই গানের ওপারে লোকশিল্পী বিজয় মাহাতো appeared first on Sangbad Pratidin.
Posted: 07:17 PM Jun 23, 2019Updated: 12:42 AM Jun 24, 2019

সুমিত বিশ্বাস ও সুনীপা চক্রবর্তী: প্রাণের গান, মাটির গান৷ এখন গানহারা প্রাণ, প্রাণহারা গান৷ ব্রাত্যজনের সংগীত ঝুমুরকে অনাথ করে চলে গিয়েছেন ‘সম্রাট’৷ শনিবার ভোররাতে ৬৪ বছরের ঝুমুরশিল্পী বিজয় মাহাতোর প্রয়াণে রুখাসুখা লালমাটিতে লোকসংগীতের একটি ঘরানা হারিয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

Advertisement

[আরও পড়ুন: রাজা-নন্দিনীর জীবনে আলোকপাত, কৃষ্ণনগরে বন্দিদের অভিনয়ে ‘রক্তকরবী’]

১৯৫৫ সালের নভেম্বরে ঝাড়গ্রামের জামবনিতে জন্ম বিজয় মাহাতোর৷ ছোটনাগপুর মালভূমি এলাকার এই অঞ্চল তখন লোকসংস্কৃতি চর্চার পক্ষে ততটা অনুকূল ছিল না৷ তা সত্ত্বেও বিজয় মাহাতোর বাবা শিবচরণ চালিয়ে যাচ্ছিলেন লোকগানের চর্চা৷ চরম দারিদ্রের মাঝে ওটাই ছিল তাঁর একমাত্র আশ্রয়, একটুকরো শান্তির জগত৷ বাবার গুনগুনানি তোলপাড় ফেলেছিল ছেলের মনেও৷ ছোট থেকেই ঝুমুর টানত বিজয়কে৷ বাঁশি, মাদলের সুর শুনলে গান না ধরে থাকতে পারতেন না৷ ছোট থেকে নজরুলগীতি গাইতেন৷ অভাব-অনটনের মাঝেও সুর ম্লান হয়নি তাঁর৷ ঝুমুরের ঝাড়গ্রাম ঘরানা নিয়ে কাজ করে গিয়েছেন আজীবন৷ মূলত কণ্ঠশিল্পী বিজয়ের গানে গানে শাল-পিয়ালঘেরা প্রকৃতির সঙ্গে হাত ধরাধরি করেই উঠে এসেছে প্রতিকূলতার বিপরীতে হাঁটা তাঁর নিজস্ব জীবনবোধ৷

বিজয় মাহাতোর জনপ্রিয়তম গানের রেকর্ডিং ‘শাল মহুলের গান’৷ ঝুমুর কথাশিল্পী ভবতোষ শতপথি এবং সুনীল মাহাতোর লেখা গান প্রান্তিকতার মাত্রা ছাড়িয়ে তাঁকে নাগরিক বৃত্তের মধ্যে এনে ফেলেছিল৷ ঝুমুর শুনিয়ে মন জয় করেছেন দেশবাসীর৷ আজীবন ঝুমুর গানের ঝাড়গ্রাম ঘরানাকে আগলে রাখতে চেয়েছিলেন বিজয় মাহাতো৷ অন্য কোনও ঘরানার সঙ্গে তাকে মিশতে দেননি কখনও৷ সেই কাজে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে মানুষের মুখে মুখে তিনি হয়ে উঠেছিলেন ‘সম্রাট’৷

এমন বড় মাপের একজন শিল্পীর জীবনে বঞ্চনা ছিল সীমাহীন৷ বাম আমলে ‘ঝাড়খণ্ডি’ তকমা পেতে হয়েছিল৷ তারপর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর লোকশিল্পীদের আর্থিক সহায়তা করা হলেও, বিজয় মাহাতো ব্রাত্যই ছিলেন৷ অর্থকষ্ট তাঁকে আজীবন যন্ত্রণা দিয়েছে৷ এবছরের ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হন৷ ভরতি ছিলেন ঝাড়গ্রাম হাসপাতালে৷ শনিবার ভোররাতে ঝুমুর জগৎ থেকে তারাটি খসে পড়ল৷ ঘনিষ্ঠরা বলছে, অর্থাভাবে যথাযথ চিকিৎসা করানো সম্ভব হয়নি৷

[আরও পড়ুন: ‘হিংসা ভুলে শান্তি ফেরাতে ভরসা গান’, যোগদিবসে নয়া ভাবনা নীতীনের়]

প্রতিবেশী পুরুলিয়ার ঝুমুরশিল্পী কিরীটী মাহাতো জানাচ্ছেন, ‘ঝাড়গ্রামের ঝুমুর ঘরানা যাতে ছোটনাগপুর এলাকায় প্রসার পায়, তার জন্য ওনাকে কাজ করতে বলেছিলাম৷ তিন দশক ধরে সেই কাজটিই উনি করছিলেন৷ তাই বিজয় মাহাতোর প্রয়াণ অপূরণীয় ক্ষতি৷’ পুরুলিয়ার লোকসংস্কৃতির গবেষক সুভাষ রায় বলছেন, ‘আমি পুরুলিয়ার ঝুমুর উৎস, বিকাশ ও পরিণতি নামে গবেষণার কাজে বিজয় মাহাতোর দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলাম৷ ইদানিং এলাকা অনুযায়ী ঝুমুরের মধ্যে নানা সুর মিশে গিয়েছে৷ কিন্তু বিজয় মাহাতোর কাছেই একমাত্র খাঁটি ঝুমুর শোনা যেত৷ তাঁর প্রয়াণে মূল ধারার অবসান ঘটল৷’ কিরীটী মাহাতো কিংবা সুভাষ রায় ছাড়া ঝুমুর ‘সম্রাট’এর নিঃশব্দে চলে যাওয়া হয়ত বৃহত্তর নাগরিক সমাজে কোনও তরঙ্গ তুলবে না৷ কিন্তু মানভূমের লোকসংস্কৃতি জগৎ ঢেকে গিয়েছে ঘন, নিবিড় শোকছায়ায়৷

The post ঝুমুর প্রেম, আজীবন বঞ্চনা সঙ্গে নিয়েই গানের ওপারে লোকশিল্পী বিজয় মাহাতো appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement