shono
Advertisement

শুধু আমেরিকা-কানাডা নয়, ভারতের আকাশেও চক্কর কেটেছে রহস্যজনক বেলুন!

আকাশপথে নজরদারি চালাচ্ছে চিন?
Posted: 02:24 PM Feb 25, 2023Updated: 02:27 PM Feb 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু আমেরিকা-কানাডা-লাতিন আমেরিকা নয়, রহস্যজনক বেলুনের দেখা মিলেছিল ভারতের আকাশেও! তবে এদেশের মূল ভূখণ্ড নয়, ২০২২ সালে রহস্যজনক বেলুন দেখা গিয়েছিল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের আকাশে।

Advertisement

সেই বেলুন কে পাঠাল, কী উদ্দেশে পাঠানো হয়েছিল, তা খতিয়ে দেখার আগেই বেলুনটি বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিমে দিকে উড়ে যায় বলে সূত্রের খবর। সম্প্রতি বেলুন কাণ্ড নিয়ে বিশ্বজুড়ে হইচই হওয়ার পরই এই তথ্য প্রকাশ্যে এসেছে। ভবিষ্যতে এধরনের ঘটনা ঘটলে প্রতিরক্ষা মন্ত্রক কী পদক্ষেপ করবে তা নিয়েও নতুন প্রোটোকল তৈরি হচ্ছে বলে খবর।

[আরও পড়ুন: ‘ইংরেজি জানি না স্যর’, শুনেই ক্ষুব্ধ বিচারপতি শিক্ষককে বললেন, ‘গেট আউট’]

কৌশলগতভাবে নয়াদিল্লির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার জন্য বঙ্গোপসাগরের নির্দিষ্ট এলাকা ব্য়বহার করে ভারত। আর এই দ্বীপপুঞ্জ সেই এলাকার খুবই কাছে অবস্থিত। আবার এদেশ থেকে চিন ও দক্ষিণ এশিয়ার অন্যান্য় দেশে পণ্য রপ্তানির জন্য ব্য়বহৃত মালাক্কা প্রণালিরও খুব কাছে অবস্থিত এই দ্বীপপুঞ্জ। সুতরাং আন্দামান-নিকোবর ভারতের কাছে কৌশলগতভাবে কতটা গুরত্বপূর্ণ তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। সেই দ্বীপপুঞ্জের আকাশে রহস্যজনক বেলুনের দেখা মেলা নিসন্দেহে তাৎপর্যপূর্ণ।

ভারতীয় নজরদারি এড়িয়ে অনুপ্রবেশ ঘটিয়েছিল ওই বেলুন। স্থানীয় বাসিন্দাদের পোস্ট করা ছবি থেকে প্রতিরক্ষামন্ত্রক বিষয়টি জানতে পেরেছিল বলে সূত্রের দাবি। সাম্প্রতিক গোটা বিশ্বজুড়ে এধরনের ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। এবার থেকে এধরনের বেলুন দেখা গেলে তা গুলি করে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে আমেরিকার মতো উচ্চমানের ক্ষেপণাস্ত্র নয়, পণ্য পরিবাহী বিমানে মেশিনগান যুক্ত করে নিশানা করা হবে বেলুনটিকে। অথবা যুদ্ধবিমান ব্যবহার করা হবে। সবমিলিয়ে সতর্ক থাকছে প্রতিরক্ষা মন্ত্রক। 

[আরও পড়ুন: গোপাল-হৈমন্তীর সম্পত্তির পরিমাণ দু’হাজার কোটি! CBI তদন্তে চাঞ্চল্যকর তথ্য]

এই ঘটনা সামনে আসার পর থেকে চিনের বিরুদ্ধে সন্দেহ বাড়ছে। তাহলে কি আকাশপথে ভারতের উপর নজরদারি চালাচ্ছে চিন? উঠছে প্রশ্ন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement