স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৩ বছর অপেক্ষার পর বিশ্বকাপ জয়। দ্রাবিড়-রোহিত জুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিয়ানে ফুল ফুটিয়েছেন। তার পরই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। সেই হট সিটে বসেছেন গৌতম গম্ভীর। দুমাসও ঘটেনি তাঁর অভিষেকের। তার মধ্যেই কি টলমল 'গুরু' গম্ভীরের আসন? ক্রিকেটমহলে ঘুরছে সেরকম আলোচনাই।
কোচ হিসেবে গৌতম গম্ভীরের অভিযান শুরু হয় শ্রীলঙ্কায়। যদিও সেটা খুব আশাব্যঞ্জক হয়নি। ওয়ানডে সিরিজে হেরেই ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। শেষ কবে দ্বীপরাষ্ট্রে গিয়ে এরকম বিপর্যয়ের শিকার হতে হয়েছিল? সেটা ঘটেছিল ২৭ বছর আগে। অথচ এই দলে রোহিত-বিরাট সহ অধিকাংশ মহাতারকাই ছিলেন। কিন্তু তার পরও এই হারকে নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে।
[আরও পড়ুন: কলকাতা লিগে আরও হতাশা, এবার কালীঘাট এসএলের কাছেও হার মোহনবাগানের]
সেই সঙ্গে বোর্ডের সবার সঙ্গেও যে গম্ভীরের মতের মিল হয়েছে, তা নয়। বিশেষ করে সাপোর্ট স্টাফ নেওয়ার ক্ষেত্রে প্রথম থেকেই গম্ভীরের মতের থেকে ভিন্নপথেই চলেছে বোর্ড। এর সঙ্গে আরেকটি বিষয়ও তাঁর বিপক্ষে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। টি-টোয়েন্টিতে প্রথমে অধিনায়ক বেছে নেওয়া হয়েছিল হার্দিক পাণ্ডিয়াকে। কিন্তু পরে সেই জায়গায় আনা হয় সূর্যকুমার যাদবকে। সেখানে গম্ভীরের মতামতই প্রাধান্য পেয়েছে বলেই মনে করা হচ্ছে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ওভারের নায়ক হার্দিককে সরানো নিয়ে প্রশ্ন উঠছেই।
[আরও পড়ুন: প্যারিস অলিম্পিকের প্রতিযোগীকে পুড়িয়ে মারল প্রেমিক, ঘটনার নৃশংসতায় চাঞ্চল্য ক্রীড়ামহলে]
জানা যাচ্ছে, সব মিলিয়ে গম্ভীরকে আগামী সময়ে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। বছর শেষেই অস্ট্রেলিয়া সফর। গত দুবারই সেই দেশে গিয়ে বর্ডার-গাভাসকর সিরিজে জিতে এসেছে টিম ইন্ডিয়া। এবার হ্যাটট্রিক হবে ধরে নিয়েও এগোচ্ছেন ভক্তরা। কিন্তু যদি সেটা না হয়? তাহলে কিন্তু গম্ভীরকে নিয়ে প্রশ্ন উঠতে পারে। ২০২৭-র বিশ্বকাপ পর্যন্ত যদিও চুক্তি আছে গম্ভীরে। কিন্তু ক্রিকেটমহলে আলোচনা, অস্ট্রেলিয়া সফরেই নির্ভর করতে পারে গম্ভীরের পাশ-ফেল!