সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকের নিষেধাজ্ঞার তালিকায় নাকি নয়া সংযোজন হতে চলেছে৷ এবার থেকে বিমানে চেপে আমেরিকা যেতে বা আমেরিকা থেকে অন্য কোথাও যেতে গেলে আর নেওয়া যাবে না ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা, সিডির মতো বৈদ্যুতিক সামগ্রী৷ মঙ্গলবার থেকেই নাকি এই নিয়ম কার্যকর হতে চলেছে৷ এই বার্তাই উঠে এসেছিল ‘রয়্যাল জর্ডানিয়ান’ বিমানসংস্থার টুইটার প্রোফাইলে৷
[কবিতা নিয়ে বিতর্ক, শ্রীজাতর বিরুদ্ধে দায়ের হল এফআইআর]
কিছু সময়ের জন্য বিমান সংস্থার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল এই নির্দেশ৷ যাতে লেখা হয়েছিল ল্যাপটপ, ক্যামেরা, সিডি, ট্যাবলেটের মতো বড় বৈদ্যুতিক সামগ্রী এবার থেকে আর মার্কিন ফ্লাইটে নিয়ে যাওয়া যাবে না৷ এই নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়েছে মোবাইল ও চিকিৎসার সামগ্রীকে৷ কিছু নির্দিষ্ট দেশের ক্ষেত্রেই নাকি এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
বিষয়টি জানাজানি হওয়ার পরই এই টুইটটি ডিলিট করে দেওয়া হয়৷ বিমান সংস্থার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন৷ তবে টুইট বার্তাটি ফেক কিংবা প্রোফাইল হ্যাকের মতো কোনও ঘটনা কিনা, তাও জানানো হয়নি কোনও পক্ষের তরফ থেকে৷ আমেরিকার ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের এক আধিকারিক জানিয়েছেন, এমন কোনও নির্দেশ এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তাঁদের কাছে৷
[পুলিশের লাঠি হাতে নিয়ে হেনস্তাকারীকে বেদম প্রহার তরুণীর]
The post এবার বিমানে নিষিদ্ধ ল্যাপটপ, ট্যাবলেট, ক্যামেরা! appeared first on Sangbad Pratidin.