shono
Advertisement

রণবীরের ‘ডন ৩’ হিট করাতে দীপিকাই ‘তুরুপের তাস’? জল্পনা তুঙ্গে

দীপিকাই 'ডন' রণবীরের রোমা? জল্পনা তুঙ্গে!
Posted: 08:48 PM Aug 20, 2023Updated: 08:52 PM Aug 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিকে ঘিরে চর্চা তুঙ্গে। নিত্যদিন নিত্যনতুন আপডেট আসছে। পয়লা ঝলকেই ‘ডন’ অবতারে দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ রণবীর সিং! ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষবাণ! তবে ডনের রোমার চরিত্রে কাকে দেখা যাবে? তা নিয়ে কৌতূহল তুঙ্গে অনুরাগীদের। কখনও শোনা যাচ্ছে, কিয়ারা আডবানি, আবার কখনও বা কৃতী শ্যাননের নাম উঠে আসছে। তবে এবার শোনা গেল, রোমার ভূমিকায় কৃতী কিংবা কিয়ারা কেউই নন, বরং রণবীর সিং-ঘরনি দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে।

Advertisement

উল্লেখ্য, দিন কয়েক আগেই ‘ডন’ প্রযোজক রীতেশ সিধওয়ানির অফিসে ঢুঁ মেরেছিলেন কিয়ারা। সেই থেকেই জল্পনা সূত্রপাত যে তাঁকে বোধহয় আইকনিক রোমার চরিত্রে দেখা যাবে। তার দিন দুয়েক কাটতে না কাটতেই শোনা গিয়েছিল, ‘ডন’-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন কৃতী শ্যানন। এই দুই অভিনেত্রীর কাস্টিংই মনে ধরেনি নেটপাড়ার! অনেকেই প্রকাশ্যে মতপোষণ করেছেন যে, রোমার চরিত্রে কৃতী কিংবা কিয়ারা কাউকেই মানাবে না। তবে রবিবার বলিউড মাধ্যম সূত্রে বড়সড় খবর ফাঁস হল।

[আরও পড়ুন: ‘বাড়িতে থাকি না, বউ চটেছে’! বাঙালি স্ত্রীয়ের ভয়ে ছুটি চাইছেন পঙ্কজ ত্রিপাঠী]

কানাঘুষো শোনা যাচ্ছে, রণবীর সিংয়ের ‘ডন ৩’ সিনেমা হিট করতে ‘তুরুপের তাস’ হিসেবে দীপিকা পাড়ুকোনকেই রোমার ভূমিকায় ভাবছেন নির্মাতারা। কারণ তাঁরা, রণবীরের সঙ্গে প্রথম সারির কোনও নায়িকাকেই ফিমেল লিড হিসেবে দেখতে চাইছেন। তাছাড়া, রোমার চরিত্রে জন্য যে ধরণের অ্যাকশন সিকেয়েন্স শুট করতে হবে, তা অ্যাথলিট দীপিকার পক্ষে খুব একটা কঠিন হবে না, বলেই মনে করছেন নির্মাতারা। দীপিকার গড়নও রোমার ভূমিকার জন্য এক্কেবারে পারফেক্ট হবে।

উল্লেখ্য, এর আগে একমাত্র সঞ্জয় লীলা বনশালির ছবিতেই তিনবার জুটি বেঁধেছেন রণবীর-দীপিকা। যদিও কবীর খানের ‘৮৩’তে দেখা গিয়েছিল রণবীর-দীপিকাকে। তবে ‘ডন ৩’র টিমে দীপিকা যোগ দিলে এই পঞ্চমবার জুটি বাঁধবেন বলিউডে তারকাদম্পতি। তাছাড়া দীপিকাকে যে রোমার চরিত্রে বেশ মানাবে, তা আন্দাজ করাই যায়।

[আরও পড়ুন: শনিতে যোগীর পা ছুঁয়ে প্রণাম, রবিতে অযোধ্যায় ‘ইচ্ছেপূরণ’ রজনীকান্তের, মুখ খুললেন রামমন্দির নিয়েও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement