shono
Advertisement

Breaking News

Toxic Movie

সিনেমার জন্য বন ধ্বংস! আরও বিপাকে যশের 'টক্সিক', থানায় দায়ের অভিযোগ

কর্ণাটকের বনদপ্তরের নিশানায় দক্ষিণী সুপারস্টারের সিনেমা!
Published By: Suparna MajumderPosted: 12:58 PM Nov 13, 2024Updated: 05:15 PM Nov 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কেজিএফ’ স্টার যশের 'টক্সিক' সিনেমার (Toxic Movie) শুটিংয়ের জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে। এমনই অভিযোগে সরব হয়েছিলেন কর্ণাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর ভীমান্না খন্ডর। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ছবির প্রযোজকদের বিপদ এবার আরও বাড়ল।  জানা গিয়েছে, ছবির প্রযোজকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে কর্ণাটকের বনদপ্তরের পক্ষ থেকে।

Advertisement

এর আগে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদ সংস্থা এএনআইকে ঈশ্বর ভীমান্না খন্ডর জানিয়েছিলেন, যে এলাকার গাছ কেটে যশের সিনেমার শুটিং করার অভিযোগ উঠেছে সেখানে তিনি গিয়েছিলেন। জায়গাটি সংরক্ষিত বনাঞ্চল। তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব এক সংস্থাকে দেওয়া ছিল। মন্ত্রীর বক্তব্য, গত বছর তিনি এই এলাকার স্যাটেলাইট ইমেজে তিনি প্রচুর গাছ দেখেছিলেন, কিন্তু এখন এলাকা প্রায় ফাঁকা।

এর পরই তিনি বলেছিলেন, "আমি বিবিএমপিকে (বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে) বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছি। এ বিষয়ে সম্পূর্ণ তদন্ত করার পরই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।" শোনা গিয়েছে, 'টক্সিক' প্রযোজকদের পাশাপাশি আরও দুই সংস্থার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। যার মধ্যে একটি সংস্থাকে ওই বনাঞ্চল রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল।

 

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি ‘টক্সিক’ সিনেমার প্রযোজনাতেও অংশীদার যশ। এক সময় শোনা গিয়েছিল, এই ছবির মাধ্যমেই দাক্ষিণাত্যে এন্ট্রি নেবেন করিনা কাপুর। কিন্তু পরে আবার শোনা যায়, শুটিংয়ের ডেট নিয়ে সমস্যা ছিল। সেই কারণেই যশের ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন করিনা। আগামী বছরই সিনেমা হলে ‘টক্সিক’ ছবির মুক্তি পাওয়ার কথা। ছবির নায়িকা হিসেবে কিয়ারা আডবাণীর নামই শোনা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘কেজিএফ’ স্টার যশের 'টক্সিক' সিনেমার শুটিংয়ের জন্য বেঙ্গালুরুর পেনিয়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলের শতাধিক গাছ কাটা হয়েছে।
  • এমনই অভিযোগে সরব হয়েছিলেন কর্ণাটকের পরিবেশ মন্ত্রী ঈশ্বর ভীমান্না খন্ডর।
Advertisement