shono
Advertisement

ভগৎ সিং কখনওই বাসন্তী রঙা পাগড়ি পরেননি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মেরা রং দে বাসন্তী চোলা’- সিনেমার এ গানের  দৌলতে তাঁর নামের সঙ্গে এ সুর যেমন মিশে গিয়েছে ওতপ্রোতভাবে, তেমনই জড়িয়ে গিয়েছে রংও৷ সারা দেশ আজ বীর শহিদ ভগৎ সিংয়ের জন্মদিন পালন করছে৷ তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রীই৷ তবে এর মধ্যেই একটি নতুন দিক খুলে দিয়েছেন এক গবেষক৷ তিনি জানাচ্ছেন, বীর […] The post ভগৎ সিং কখনওই বাসন্তী রঙা পাগড়ি পরেননি! appeared first on Sangbad Pratidin.
Posted: 10:49 PM Sep 28, 2016Updated: 05:19 PM Sep 28, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মেরা রং দে বাসন্তী চোলা’- সিনেমার এ গানের  দৌলতে তাঁর নামের সঙ্গে এ সুর যেমন মিশে গিয়েছে ওতপ্রোতভাবে, তেমনই জড়িয়ে গিয়েছে রংও৷ সারা দেশ আজ বীর শহিদ ভগৎ সিংয়ের জন্মদিন পালন করছে৷ তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রীই৷ তবে এর মধ্যেই একটি নতুন দিক খুলে দিয়েছেন এক গবেষক৷ তিনি জানাচ্ছেন, বীর ভগৎ সিং কখনওই বাসন্তী বা কমলা বা গেরুয়া রঙের পাগড়ি পরেননি৷

Advertisement

ভগৎ সিংয়ের জীবন নিয়ে একাধিক ছবি হয়েছে বলিউডে৷ ‘দ্য লেজেন্ড অফ ভগৎ সিং’ ছবিতে অজয় দেবগণকে দেখা গিয়েছিল তাঁর চরিত্রে রূপদান করতে৷ সেখানে তাঁর মাথায় বাসন্তী ও কমলা রঙের পাগড়ি ছিল৷ অপর একটি ছবিতে এই বীরের চরিত্রে অভিনয় করেন ববি দেওল৷ তবে সেখানে তাঁকে সাদা পাগড়ি পরা অবস্থাতেই দেখা গিয়েছে৷ সিনেমার জনপ্রিয়তার কারণে হোক কিংবা অন্য যে কোনও কারণে, ভগৎ সিংয়ের বিভিন্ন আঁকা ছবি ইন্টারনেটে ঘোরাঘুরি করে যেখানে তাঁকে কমলা বা গেরুয়া পাগড়ি পরা অবস্থায় দেখা যায়৷ এরই বিরোধিতা করেছেন গবেষক অধ্যাপক চমন লাল৷ শহিদদের জীবন নিয়ে বহু গবেষণা করেছেন তিনি, বইও লিখেছেন৷ অধ্যাপক লালের দাবি, কেশরি বা বাসন্তী পাগড়ি পরা ভগৎ সিং নিতান্ত কল্পনা মাত্র৷ এর কোনও সত্যতা নেই৷ ভগৎ সিংয়ের মাত্র চারটি ছবি পাওয়া যায়৷ তার তিনটিতেই তিনি সাদা পাগড়ি পরে রয়েছেন৷ আর একটিতে তার মাথায় রয়েছে হ্যাট৷ এর বাইরে আর কোনও ছবি পাওয়া যায় না৷ সুতরাং পুরোটাই কাল্পনিক৷

আসলে ত্যাগ ও শৌর্যের সঙ্গে গেরুয়া বা বাসন্তী রং জড়িয়ে আছে৷ সে কারণেই হয়তো শহিদের পাগড়ির রং কল্পনাতেও বদলে গিয়েছে৷ কিন্তু এর পিছনে রাজনীতিরও মৃদু গন্ধ থেকে যায়৷ কেননা, কোনও কোনও রাজনৈতিক দলেরও প্রতীক রং কমলা৷ খুব ইঙ্গিতপূর্ণভাবেই তাই প্রফেসর লাল বলেন, “রাজনৈতিক দলগুলির উদ্দেশ্য তাঁর আদর্শকে তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়া৷ তাঁর নাম ব্যবহার করে স্বার্থসিদ্ধি করা নয়৷”

The post ভগৎ সিং কখনওই বাসন্তী রঙা পাগড়ি পরেননি! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement