সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মেরা রং দে বাসন্তী চোলা’- সিনেমার এ গানের দৌলতে তাঁর নামের সঙ্গে এ সুর যেমন মিশে গিয়েছে ওতপ্রোতভাবে, তেমনই জড়িয়ে গিয়েছে রংও৷ সারা দেশ আজ বীর শহিদ ভগৎ সিংয়ের জন্মদিন পালন করছে৷ তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রীই৷ তবে এর মধ্যেই একটি নতুন দিক খুলে দিয়েছেন এক গবেষক৷ তিনি জানাচ্ছেন, বীর ভগৎ সিং কখনওই বাসন্তী বা কমলা বা গেরুয়া রঙের পাগড়ি পরেননি৷
আসলে ত্যাগ ও শৌর্যের সঙ্গে গেরুয়া বা বাসন্তী রং জড়িয়ে আছে৷ সে কারণেই হয়তো শহিদের পাগড়ির রং কল্পনাতেও বদলে গিয়েছে৷ কিন্তু এর পিছনে রাজনীতিরও মৃদু গন্ধ থেকে যায়৷ কেননা, কোনও কোনও রাজনৈতিক দলেরও প্রতীক রং কমলা৷ খুব ইঙ্গিতপূর্ণভাবেই তাই প্রফেসর লাল বলেন, “রাজনৈতিক দলগুলির উদ্দেশ্য তাঁর আদর্শকে তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়া৷ তাঁর নাম ব্যবহার করে স্বার্থসিদ্ধি করা নয়৷”
The post ভগৎ সিং কখনওই বাসন্তী রঙা পাগড়ি পরেননি! appeared first on Sangbad Pratidin.