shono
Advertisement

Breaking News

Heart Attack

তেরঙ্গা হাতে নাচতে নাচতেই মৃত্যু প্রাক্তন সেনাকর্মীর! তখনও চলল হাততালি

মৃত্যুর বিষ ছোবল কতখানি আকস্মিক তার হিসেব সত্যিই মেলে না।
Published By: Amit Kumar DasPosted: 08:31 PM May 31, 2024Updated: 08:31 PM May 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মৃত্যুর বিষ ছোবল কতখানি আকস্মিক তার হিসেব সত্যিই মেলে না। করোনা পরবর্তী সময়ে সেই ভয়াবহতা যেন আরও বেশি বেড়ে উঠেছে। আবারও সেই ছবি দেখা গেল মধ্যপ্রদেশের ইন্দোরে। পরনে সেনার পোশাক, হাতে তিরঙ্গা, অনুষ্ঠানে নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রাক্তন সেনা কর্মী। ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে তখনও তা বুঝতে পারেননি দর্শকরা। এই ঘটনা নাচেরই অংশ মনে করে চলল হাততালির বন্যা।

Advertisement

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরে এক যোগ শিবিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কর্তৃপক্ষ। সেখানেই বলিউড সিনেমার জনপ্রিয় দেশাত্মবোধক গান 'মা তুঝে সেলাম'-এ নাচ করছিলেন বলবিন্দর সিং (৭৩) নামে এক প্রাক্তন সেনাকর্মী। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সেনা পোশাকে তেরঙ্গা হাতে নাচ নাচতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর। যদিও এই দুর্ঘটনা শুরুতে বুঝতেই পারেননি দর্শকরা। বরং এটি নাচেরই একটি অংশ মনে করে হাততালি দিতে থাকেন তাঁরা। এক ব্যক্তিকে দেখা যায় তাঁর হাত থেকে পতাকা তুলে নিয়ে নিজে নাচ করছেন।

[আরও পড়ুন: মাঝ আকাশেই বোমাতঙ্ক! শ্রীনগরে অবতরণের পর দ্রুত খালি করা হল বিমান]

বিষয়টি বোধগম্য হওয়ার সঙ্গে সঙ্গে বলবিন্দরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই প্রাক্তন সেনাকর্মীর। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে। এই ঘটনা প্রসঙ্গে ওই অনুষ্ঠানের আয়োজনকারী রাজকুমার জৈন বলেন, নাচতে নাচতে উনি মাটিতে পড়ে যাওয়ার পর আমাদের মনে হয়েছিল এটি নাচেরই একটি অংশ। শত্রুর গুলি খেয়ে শহিদের অভিনয় করছেন। কিন্তু প্রায় ১ মিনিট কেটে যাওয়ার পরও তিনি না ওঠায় আমাদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে ওনাকে সিপিআর দেওয়া হয়। এর পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

[আরও পড়ুন: GDP বৃদ্ধির হার দাঁড়াল ৭.৮ শতাংশে, ভোটের মাঝেই স্বস্তি দেশের অর্থনীতিতে]

অবশ্য এই ধরনের ঘটনা এই প্রথমবার নয়, করোনা পরবর্তী সময়ে দেশের নানা প্রান্তে এমন হঠাৎ মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। বহু ক্ষেত্রে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। বয়স্কদের পাশাপাশি হঠাৎ মৃত্যুর ছোবলে লুটিয়ে পড়েছেন অল্পবয়সী তরুণ-তরুণীরা। প্রায় সবকটি ক্ষেত্রেই মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে হৃদরোগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনুষ্ঠানে নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন প্রাক্তন সেনা কর্মী।
  • ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে তখনও তা বুঝতে পারেননি দর্শকরাও।
  • চাঞ্চল্যকর এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
Advertisement