সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেক্স স্ক্যান্ডালে জড়িয়ে একমাস দেশছাড়া। লাগাতার ভর্ৎসনার পরে অবশেষে দেশে ফিরতে রাজি হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না। কিন্তু দেশে ফেরার আগেই জামিনের আবেদন করলেন বিদায়ী সাংসদ। বুধবার আগাম জামিনের আবেদন করেছেন তিনি।
সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি, ৩০ মে মিউনিখ থেকে বেঙ্গালুরুগামী বিমানে উঠবেন জেডিএস সাংসদ। বৃহস্পতিবার গভীর রাতেই তাঁর পৌঁছনোর কথা ভারতে। এমনটাই গুঞ্জন। এও জানা যাচ্ছে, বিশেষ তদন্তকারী দল তথা সিট ক্যাম্পেগৌড়া বিমানবন্দরের দিকে নজর রেখেছে। ৩৩ বছরের প্রজ্জ্বল দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা সাফ জানিয়েছেন।
[আরও পড়ুন: পোর্শেকাণ্ডে ধৃত ফরেন্সিক প্রধান কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত! অপসারিতও হন]
সম্প্রতি একটি ভিডিও বার্তাতে প্রজ্জ্বল বলেছিলেন, ৩১ মে সকাল দশটায় আত্মসমর্পণ করবেন। তাঁর কথায়, “যখন ২৬ মে নির্বাচন হল আমার বিরুদ্ধে কোনও মামলা ছিল না, সিটও গঠন করা হয়নি। বিদেশযাত্রা আগেই ঠিক করা ছিল। সফরে থাকাকালীন অভিযোগের বিষয়টি জানতে পারি।” তবে রেভান্না আদৌ দেশে ফিরবেন কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। কারণ এর আগে দুবার প্রজ্জ্বল দেশে ফেরার টিকিট কেটেও বাতিল করেছেন। তাই এবারও তিনি তেমন কিছু করেন কিনা, সেই সম্ভাবনাও রয়েছে। তাই আত্মসমর্পণ করার আগেই বিমানবন্দর থেকে প্রজ্জ্বলকে গ্রেপ্তার করার কথা ভাবছে প্রশাসন। সেই কথা মাথায় রেখেই আগাম জামিনের আবেদন করেছেন দেবেগৌড়ার নাতি।
উল্লেখ্য, প্রজ্জ্বলের একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। অভিযোগ ওঠে, তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে যৌন হেনস্তা করেছেন প্রজ্জ্বল (Prajwal Revanna)। তদন্ত শুরু হতেই দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। দেশছাড়া প্রজ্জ্বলকে দেশে ফেরাতে একাধিক উদ্যোগ নেয় কর্নাটকের (Karnataka) সিদ্দারামাইয়া সরকার। প্রজ্জ্বলের দাদু জেডিএস (JDS) সুপ্রিমো এইচ ডি দেবেগৌড়া (HD Deve Gowda) সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘দোষী সাব্যস্ত হলে অবশ্যই প্রজ্জ্বলের বিরুদ্ধে শাস্তি হবে।’’ এহেন পরিস্থিতিতে গ্রেপ্তারি এড়াতে মরিয়া হয়ে উঠেছেন বিদায়ী সাংসদ।
[আরও পড়ুন: ৫২.৩ ডিগ্রি! দেশের সর্বকালীন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল দিল্লি]