shono
Advertisement

‘ভারত জোড়ো যাত্রা যুগান্তকারী’, রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ শত্রুঘ্ন সিনহা

'মতামত ওঁর ব্যক্তিগত', প্রতিক্রিয়া তৃণমূলের।
Posted: 10:06 AM Jan 09, 2023Updated: 10:13 AM Jan 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক কেরিয়ার নানা বাঁকের মুখে পড়েছে অনেকেরই। একদা দলের একনিষ্ঠ সদস্যই নিমেষে ‘প্রাক্তন’ হয়ে গিয়েছেন। প্রশংসা থেকে নিন্দা – কোনও একটি রাজনৈতিক দলকে নিয়ে বক্তব্য বদল করতে সময় লাগেনি বিশেষ। এটাই আসলে রাজনীতির চলন। প্রায় কেউই এর বাইরে নন। তবে প্রাক্তন দলের প্রশংসা করাটা খানিকটা বিরল বটে। বিশেষত যেখানে লড়াইটা প্রকট। তেমনই বিরল ঘটনা ঘটালেন তৃণমূলের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা (TMC MP Shatrughan Sinha)। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রাকে ‘বৈপ্লবিক’, ‘যুগান্তকারী’ বলে প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। যদিও তাঁর এই মত ব্যক্তিগত বলে এড়িয়ে গিয়েছে তৃণমূল (TMC)।

Advertisement

হরিয়ানার কুরুক্ষেত্রে রাহুল গান্ধী।

একদা বড়পর্দার ভিলেন শত্রুঘ্ন সিনহার রাজনৈতিক কেরিয়ারে পরিবর্তনগুলো হয়েছে বেশ দ্রুততার সঙ্গেই। বিজেপির (BJP) সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছেদ করে কংগ্রেসে যোগদান। তারপর সেই দলও ছেড়ে এখন তিনি তৃণমূলের সাংসদ। কংগ্রেস, বিজেপি এখন তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ। তবু প্রাক্তন দলের প্রশংসা করতে পিছু হঠলেন না আসানসোল (Asansol) থেকে নির্বাচিত তৃণমূলের তারকা সাংসদ। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, ”রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক। দেশে এমন যাত্রা আগে কখনও হয়নি। রাহুলের ব্যক্তিত্ব দেশের যুবদের নিঃসন্দেহে উৎসাহিত করবে। ওঁর লক্ষ্য অনেক বড় ও শুভ। আমার আন্তরিক শুভেচ্ছা রইল।”

[আরও পড়ুন: ফিরল ক্যাপিটল হিল হামলার স্মৃতি, ব্রাজিলের প্রেসিডেন্ট ভবনে তাণ্ডব বলসোনারো অনুগামীদের]

জনসংযোগ বাড়িয়ে হৃত জনসমর্থন পুনরুদ্ধারে ভারত জোড়ো যাত্রা শুরু করেছে শতাব্দীপ্রাচীন রাজনৈতিক দল। কাশ্মীর থেকে কন্যাকুমারী সুদীর্ঘ পথ ধরে মিছিলে হাঁটছেন রাহুল গান্ধী (Rahul Gandhi) ও অগণিত কংগ্রেস সমর্থক। নানা জায়গায় সেই যাত্রায় যোগ দিয়েছেন একাধিক সেলিব্রিটি। ফলে কিছুটা হলেও জৌলুস বেড়েছে ভারত জোড়ো যাত্রার। এই মুহূর্তে হরিয়ানায় রয়েছে রাহুলদের পদযাত্রা। তাতে খানিকটা হিন্দুত্বের রংও লেগেছে। সে যাই হোক, এই যাত্রা কংগ্রেসের ‘হাত’ কতটা শক্ত করবে, তা তো সময়ই বলবে।

 

[আরও পড়ুন: চেতলায় ঝুপড়িতে আগুন, দেওয়াল ভেঙে উদ্ধার দম্পতি ও ২ শিশু]

ভারত জোড়ো যাত্রার নানা দিক নিয়ে সমালোচনার মাঝে তাকে ‘বৈপ্লবিক’ অ্যাখ্যা দিয়ে শত্রুঘ্ন সিনহা যে নিজের দলকে বেশ অস্বস্তিতে ফেললেন, তা বলাই বাহুল্য। যদিও দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের মতে, ”এটা তাঁর একান্তই ব্যক্তিগত মতামত, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।” বিজেপি বিরোধিতায় ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়ার জন্য তৃণমূলকেও সঙ্গে চেয়েছিল কংগ্রেস। কিন্তু বাংলার শাসকদল তাতে গুরুত্ব দেয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement