shono
Advertisement

পদ্মশ্রীতে ভূষিত রেজওয়ানা চৌধুরী বন্যা, পদ্মাপারের রবীন্দ্রসঙ্গীত শিল্পীকে অনন্য সম্মান

শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসঙ্গীতের তালিম নিয়েছিলেন।
Posted: 02:19 PM Jan 26, 2024Updated: 02:19 PM Jan 26, 2024

সুকুমার সরকার, ঢাকা: ২০২৪ সালের পদ্ম পুরস্কারে পুরস্কৃত পদ্মাপারের ভূমিকন্যা, তথা খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা (Rezwana Choudhury Bannya)। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা শান্তিনিকেতন থেকে রবীন্দ্রসঙ্গীতের তালিম নেন। শিক্ষাগুরু হিসেবে পেয়েছিলেন প্রখ্যাত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, শৈলজারঞ্জন মজুমদার, শান্তিদেব ঘোষ, গোরা সর্বাধিকারী, মঞ্জু বন্দ্যোপাধ্যায়, অশেষ বন্দ্যোপাধ্যায়দের মতো তাবড় সঙ্গীতজ্ঞদের। সেই গায়িকার মুকুটেই এবার জুড়ল আরেক অনন্য সম্মানের পালক।

Advertisement

রেজওয়ানা এবার ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে পদ্ম পুরস্কারের এবারের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই জ্বলজ্বল করছে দুই বাংলার জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নাম।

ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় রয়েছে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এবছর ভারত সরকার ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মানের জন্য মনোনীত করেছে। তাঁদের মধ্যে ৫জন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ আর ১১০ জন পদ্মশ্রী সম্মানে পেলেন। ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসকে সামনে রেখেই প্রতি বছর পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সাধারণত মার্চ বা এপ্রিলে রাষ্ট্রপতিভবনের আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়।

[আরও পড়ুন: পদ্মভূষণে সম্মানিত মিঠুন চক্রবর্তী, পদ্মবিভূষণ কারা? দেখে নিন তালিকা]

এর আগে ২০২১ সালে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব অধ্যাপক সঞ্জীদা খাতুন এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলি জহির বীর প্রতীককে পদ্মশ্রী পদকে ভূষিত করেছিল ভারত সরকার। তার আগে অধ্যাপক আনিসুজ্জামান ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলি পদ্মভূষণ পেয়েছিলেন। আর পদ্মশ্রীতে ভূষিত হয়েছিলেন প্রত্নতত্ত্ববিদ এনামূল হক ও সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী। সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্র সংগীত নিয়ে কয়েকটি বইও লিখেছেন। সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান তিনি।

[আরও পড়ুন: ‘তৃণমূলের সঙ্গে বেইমানি আর কুৎসা করার পারিশ্রমিক’, মিঠুনের পদ্মভূষণ নিয়ে তোপ কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement