সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে (RG Kar Case) তোলপাড় রাজ্য রাজনীতি! সংশ্লিষ্ট ঘটনায় 'অরাজনৈতিক' প্রতিবাদ নিয়ে শোরগোল হলেও শিল্পীরা যে যার মতো করে ব্যক্তিগত অবস্থান স্পষ্ট করেছেন। একদিকে বাংলা যখন তরুণী ডাক্তার পড়ুয়ার ধর্ষণ, খুনের কাণ্ডে জ্বলছে। বাংলার প্রতিবাদের আঁচ ছড়িয়েছে গোটা দেশে, তখন এমতাবস্থায় বিদেশে শরীরচর্চার ছবি পোস্ট করে মারাত্মক কটাক্ষের শিকার হতে হল দেবকে (Dev)।
সম্প্রতি বিদেশে ঘুরতে গিয়েছেন দেব-রুক্মিণী। সেখান থেকে 'খাদান'-এর ঝলক রিলিজ করার কথা ঘোষণা করলেও আর জি কর ঘটনার প্রতিবাদে সেই সিদ্ধান্ত বদল করেন। এই মুহূর্তে 'খাদান'-এর টিজার প্রকাশ্যে আনছেন না দেব। তবে শনিবার সেই ট্যুর থেকে শরীরচর্চার করার তিনটি ছবি পোস্ট করেন অভিনেতা। সেটা দেখেই নেটপাড়া ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে! এমনকী দেব ভক্তরা পর্যন্ত অসন্তোষ প্রকাশ করেন। কারও মন্তব্য, 'এই দেবের ফ্যান আমরা নই।' কেউ বা আবার প্রশ্ন ছুঁড়লেন, 'বিবেক বিসর্জন দিলেন নাকি?' নেটপাড়ার একাংশ, যাঁরা কিনা নিজে দেব ভক্ত, তাঁদের কথায়, লজ্জাজনক, "আর জি কর নিয়ে দাদা আপনার থেকে এত নীরবতা আশা করিনি।" কারও আক্ষেপ, 'দাদা সৌজন্যবোধ ভুলে গেলেন নাকি!' এহেন নানাবিধ কটূক্তিবাণে ভরে গিয়েছে দেবের সোশাল মিডিয়ার কমেন্ট সেকশন। তবে একাংশ আবার, দেবের পাশে দাঁড়িয়ে নিন্দুকদেরও জবাব দিয়েছেন। সবমিলিয়ে দেবের সোশাল মিডিয়া পোস্ট বর্তমানে সোশাল মিডিয়ার লাইমলাইটে।
[আরও পড়ুন: ‘ছোট পোশাকে বসিয়ে রাখতেন বিবেক অগ্নিহোত্রী’, মারাত্মক অভিযোগ বাঙালি অভিনেত্রী তনুশ্রীর]
প্রসঙ্গত, চব্বিশের লোকসভা ভোটে সৌজন্যের যে রাজনীতি দেব দেখিয়েছিলেন, তার জন্য তাঁকে ঢেলে ভালোবাসা, শ্রদ্ধা জানিয়েছেন অনুরাগীরা। অনেকে একথা মনেও করিয়ে দিয়েছিলেন যে, "আজকের রাজনীতি সংস্কৃতি ঠিক করার জন্য দেবের মতো মানুষ থাকা প্রয়োজন।" এবার জিতে সাংসদ হিসেবে হ্যাটট্রিক করেছেন টলিউড সুপারস্টার। ভোটে জিতে সবুজ ঘাটাল তৈরির পরিকল্পনা করেছিলেন দেব। হাজারও ব্যস্ততার মধ্যেও কিন্তু সেই প্রতিশ্রতি বজায় রেখেছেন তিনি। সম্প্রতি স্বাধীনতা দিবসেও নিজস্ব সংসদীয় এলাকায় ৫ হাজার বৃক্ষরোপন করিয়েছেন দেব। শুধু তাই নয়, পড়ুয়াদের মধ্যে বিলি করেছেন ২৪ হাজার চারা গাছ।