shono
Advertisement
RG Kar Case

সাতসকালে আর জি করে CISF-এর ডিআইজি, কবে থেকে হাসপাতালে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী?

হাসপাতালের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন CISF কর্তারা।
Published By: Paramita PaulPosted: 09:37 AM Aug 21, 2024Updated: 02:10 PM Aug 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি করের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সাফ জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্দেশ পাওয়ার পরই বুধবার সকাল নটায় হাসপাতালে হাজির হয় সিআইএসএফের ডিআইজি। ইতিমধ্য়ে হাসপাতালের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বৈঠক সেরে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন পদস্থ কর্তা। সাফ জানিয়ে দেন, "আমাদের এখন কাজ করতে দিন। কাজ শেষ হলে বিস্তারিত তথ্য দেব।"

Advertisement

হাসপাতালের অন্দরেই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় ৯ আগস্ট (RG Kar Case)। এদিকে  ১৪ আগস্টের রাতের স্মৃতি এখনও টাটকা। রাতের অন্ধকারে হাসপাতালের প্রতিবাদী চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের উপর নির্মম হামলা চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর চলে হাসপাতালে। এর পর থেকেই নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন চিকিৎসক ও পড়ুয়ারা। সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপে হাসপাতাল ও হস্টেলের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেয়। 

[আরও পড়ুন: তরুণী ডাক্তারের খুনের পরই উধাও আর জি করের PGT যুগল, দানা বাঁধছে রহস্য]

এর পরই এদিন সকাল সিআইএসএফের ডিআইজি হাসপাতালে পৌঁছে যান। সেখানে কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। হাসপাতালের নিরাপত্তা নিয়ে একাধিক বিষয় জানতে চান। এর পর সোজা হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি ভবন অর্থাৎ প্রশাসনিক ভবনে ঢুকে যান তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে কলকাতা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক চলছে। হাসপাতালের কোথায় কত নিরাপত্তাকর্মী প্রয়োজন, কীভাবে পাহারার কাজ চলে, ১৪ আগস্ট রাতের পর নিরাপত্তা বেড়েছে কিনা, এ সমস্ত বিষয় নিয়েই আলোচনা চলছে বলে খবর। বৈঠকের পর হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরেও দেখছেন তাঁরা। 

[আরও পড়ুন: বিহারে ‘জঙ্গলরাজ’! বাড়ি পর্যন্ত ধাওয়া করে RJD নেতাকে গুলি করে খুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি করের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী।
  • নির্দেশ পাওয়ার পরই বুধবার সকাল নটায় হাসপাতালে হাজির হয় কেন্দ্রীয় বাহিনী।
  • সঙ্গে ছিলেন সিআইএসএফের ডিআইজি।
Advertisement