shono
Advertisement
RG Kar Doctor Death

RG Kar কাণ্ডে শিল্পী বন্ধুদের নীরবতা নিয়ে মুখ খুললেন মীর, কাদের বিঁধলেন?

সিনেমাপাড়ার আন্দোলনে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাচ্ছে না কেন, এই প্রশ্ন ইতিমধ্যেই তোলা হয়েছে।
Published By: Suparna MajumderPosted: 04:23 PM Aug 20, 2024Updated: 05:25 PM Aug 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আর জি কর’, এই স্লোগান স্টুডিওপাড়ার তারকাদের। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চেয়ে পদযাত্রা করেছেন সঙ্গীতশিল্পীরা। সরব হয়েছেন বাচিক শিল্পীরাও। দিকে দিকে ‘We Want Justice’ স্লোগান। এখনও যাঁরা আর জি কর কাণ্ডে নীরব, তাঁদের বাদ দিয়েই ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন মীর আফসার আলি (Mir Afsar Ali)।

Advertisement

সিনেমাপাড়ার আন্দোলনে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাচ্ছে না কেন? এই প্রশ্ন তোলা হচ্ছে সোশাল মিডিয়ায়। ‘খোকা’ নিখোঁজের বিজ্ঞাপন দিয়ে তারকাকে কটাক্ষও করেছেন প্রযোজক রানা সরকার। তাঁকে আবার পালটা দিয়েছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মীর। আর জি কর প্রসঙ্গে এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছিলেন মীর। সেই খবর শেয়ার করে শিল্পী লেখেন, "এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো বিষয়টা যেমন বুঝছি… আপনারাও মতামত জানান। সবাই সবার পাশে দাঁড়ান। আমার অনেক শিল্পী বন্ধুরা আজ হয়তো নীরব। নিশ্চয়ই কারণ আছে। তাঁরা থাকুন নিজেদের মতন। আসুন, আমরা ঐক্যবদ্ধ হই।"

[আরও পড়ুন: RG Kar কাণ্ডে ‘ফুটেজকামী’ তারকাদের নিষিদ্ধ করার ডাক দিয়ে ‘নীরব’ অনির্বাণের পাশে দেবালয়]

প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় (RG Kar Doctor Death) গোটা দেশ উত্তাল। মঙ্গলবার এনিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুরুতেই ঘটনার ভয়াবহতার কথা উল্লেখ করে প্রধান বিচারপতির বেঞ্চ। তাঁদের পর্যবেক্ষণ, এটা শুধু কলকাতারই নয়, হায়দরাবাদ, আহমেদাবাদ, বিহার-সহ নানা জায়গায় ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

“আরও একটা ধর্ষণের জন্য অপেক্ষা করবে দেশ?” মঙ্গলবার আর জি কর কাণ্ডে এই ভাষাতেই তোপ দেগেছে সুপ্রিম কোর্ট। কলকাতা পুলিশ এবং আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। মাঝরাতে হাসপাতাল ভাঙচুরের ঘটনায় বিস্ময় প্রকাশ করে রিপোর্ট তলব করা হয়েছে। সংবাদমাধ্যমকে মীর জানান শীর্ষ আদালতে আস্থা রেখে সবাইকে ধৈর্য ধরতে হবে। তবে আন্দোলন থামালে চলবে না।

[আরও পড়ুন: ইস্টবেঙ্গল ফ্যানকে কাঁধে তোলা মোহনবাগানির মাকে প্রণামের অঙ্গীকার দেবদূতের, চোখে জল শিলাদিত্যর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সিনেমাপাড়ার আন্দোলনে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাচ্ছে না কেন? এই প্রশ্ন তোলা হচ্ছে সোশাল মিডিয়ায়।
  • এমন পরিস্থিতিতে যাঁরা আর জি কর কাণ্ডে নীরব, তাঁদের বাদ দিয়েই ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন মীর আফসার আলি।
Advertisement