shono
Advertisement
RG Kar Doctor Death

'এমন থার্ড ডিগ্রি দাও...', RG Kar কাণ্ডে তোপ রূপার

বিষয়টি নিয়ে প্রবল ক্ষুব্ধ অভিনেত্রী তথা বিজেপি নেত্রী।
Published By: Suparna MajumderPosted: 09:14 PM Aug 12, 2024Updated: 12:46 PM Aug 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ (RG Kar Medical College) ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের (RG Kar Doctor Death) অভিযোগ নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। রাস্তায় নেমে বিক্ষোভ তারকা, বিশিষ্ট জনেদের। এই বিষয় নিয়ে এবার তোপ রূপা গঙ্গোপাধ্যায়ের (Roopa Ganguly)।

Advertisement

ফাইল ছবি

বিষয়টি নিয়ে প্রবল ক্ষুব্ধ অভিনেত্রী তথা বিজেপি নেত্রী। এদিন সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে কড়া ভাষায় তিনি বলেন, "বাঙাল ভাষায় বলব, উলটে প্যাঁদাও। এমন মার মারো, এমন থার্ড ডিগ্রি দাও, সব উগরে দেবে। হাই স্ট্রেস পোজিশনে পুলিশ ইচ্ছে করলে যেকোনওভাবে কথা বার করতে পারে। কীসের ভয়ে পুলিশ চুপ করে আছে? কেন বার করছে না কথা? সব পারে পুলিশ ইচ্ছে করলে।"

[আরও পড়ুন: মাত্র ৩৯ বছরে প্রয়াত ‘কোক স্টুডিও’ খ্যাত পাক শিল্পী! কী হয়েছিল? ]

এদিকে এই ঘটনার প্রতিবাদেই সোমবার কলেজ স্কোয়ারের প্রতিবাদী মিছিলে হাজির হয়েছিলেন কৌশিক সেন, ঋদ্ধি সেন, রেশমি সেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়রা। বিকেল চারটে নাগাদ শুরু হওয়া এই নাগরিক মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে থামে আর জি কর হাসপাতালের সামনে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রেশমি সেন বলেন, "এই ঘটনা আমাদের প্রবলভাবে নাড়া দিয়েছে বলেই আমরা রাস্তায় নেমেছি।" কৌশিক-রেশমি পুত্র ঋদ্ধির কথায় "এই জঘন্য ঘটনার বিচার চাই। কিন্তু সেই সুবিচার পাওয়ার পথে যে হস্তক্ষেপগুলো হচ্ছে, যেভাবে ঘটনাটা সরলীকরণ করা হচ্ছে, ঘটনা কিন্তু ততটাও সোজা নয়। এর মধ্যে আরও অনেকের যোগাযোগ রয়েছে। কেবল একটি ব্যক্তিকে গ্রেপ্তার করে তার ঘাড়ে সব দোষ চাপালে চলবে না। মৃতার ময়নাতদন্ত নিয়েও প্রশ্ন উঠে আসছে, কেন পুলিশ প্রথমে আত্মহত্যার তত্ত্ব তুলে ধরতে চেয়েছিল? সেই প্রশ্নও আসছে। জনগণের থেকে অনেক তথ্য গোপন করা হচ্ছে। আমাদের দাবি, এই তথ্য গোপন করা যাবে না। আমাদের বিচার চাই আর প্রত্যেকটি দোষীর শাস্তি চাই অবিলম্বে।"

প্রতিবাদী মিছিলে শ্রীলেখা মিত্রও যোগ দিয়েছেন। সোশাল মিডিয়ার মাধ্যমেও তিনি বিচারের দাবিতে সরব হয়েছেন। আর জি করের ঘটনার বিরুদ্ধে 'নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা'রও আহ্বান জানিয়েছে শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ। আগামিকাল অর্থাৎ ১৩ আগস্ট শ্যামবাজার নেতাজি মূর্তির সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে বিকেল চারটে নাগাদ। যাত্রা শেষ হবে আর জি করের এমার্জেন্সি গেটে। পদযাত্রায় অংশগ্রহণ করার কথা জানিয়েছেন অপর্ণা সেন, মীরাতুন নাহার, সুজাত ভদ্র, সোহিনী সেনগুপ্ত, পল্লব কীর্তনীয়া, উদয় নারায়ণ সরকার-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

[আরও পড়ুন: ‘যোনি মানে তো…’, RG Kar কাণ্ডের মাঝেই শ্রীজাতর কলমে রক্তমাংসের নারী শরীরের কথা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা নিয়ে প্রবল ক্ষুব্ধ রূপা গঙ্গোপাধ্যায়।
  • 'এমন মার মারো, এমন থার্ড ডিগ্রি দাও, সব উগরে দেবে', সংবাদমাধ্যমকে বলেন তিনি।
Advertisement