রমেন দাস: আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ধরনা মঞ্চে পরিত্যক্ত ব্যাগ ঘিরে চাঞ্চল্য। তাতে বোমা রয়েছে বলে আশঙ্কা করে বম্ব স্কোয়াডকে ডাকা হয়েছে। এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। সিআইএসএফের ঘেরাটোপে থাকা হাসপাতালে এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের(RG Kar Hospital) মূল ফটকের কাছে জরুরি বিভাগের কাছে ধরনা মঞ্চ তৈরি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। আপাতত তাঁরা স্বাস্থ্যভবনের সামনে অবস্থান করছেন। ফলে হাসপাতালের অন্দরের মঞ্চ ফাঁকাই পড়ে রয়েছে। পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকা ধরনামঞ্চ থেকে এদিন একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার হয়। যা দেখে বোমাতঙ্ক ছড়ায়। এক ঘণ্টার বেশি সময় পড়ে সন্দেহভাজন ব্যাগটি।
[আরও পড়ুন: আর জি করে দুর্নীতির তদন্তে এবার অ্যাকশন ইডির, সাতসকালে শহরের তিন প্রান্তে হানা]
খবর গিয়েছে টালা থানায়। ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকে। এলাকা ঘিরে রেখেছে পুলিশষ। বম্ব স্কোয়াড এলে ব্যাগ উদ্ধার করা হবে। কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে থাকা ধরনা মঞ্চে কীভাবে এল ব্যাগটি, তা নিয়ে উঠছে প্রশ্ন।