shono
Advertisement
RG Kar Hospital Case

ডাক্তারদের 'বেনজির' লালবাজার অভিযান, বিক্ষোভে শামিল আইনজীবীরাও

সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসক ডা. কুণাল সরকার এবং ডা. সুবর্ণ গোস্বামীকে তলব করেছে কলকাতা পুলিশ।
Published By: Paramita PaulPosted: 04:03 PM Aug 19, 2024Updated: 05:21 PM Aug 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসক ডা. কুণাল সরকার এবং ডা. সুবর্ণ গোস্বামীকে তলব করেছে কলকাতা পুলিশ। লালবাজারে হাজিরা দিয়েছেন তাঁরা। দুই অভিজ্ঞ কৃতী চিকিৎসককে পুলিশি তলবের বিরুদ্ধে লালবাজার অভিযান অন্যান্য চিকিৎসকদের। যা এই রাজ্যের ইতিহাসে বেনজির। লালবাজারের গেটের বাইরে জমায়েত করেছেন তাঁরা। শামিল হয়েছেন আইনজীবীরাও। যদিও চিকিৎসকদের এই অভিযানের সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অবশেষে বেলা সাড়ে চারটে নাগাদ দুই চিকিৎসকই লালবাজার থেকে বেরিয়ে আসেন। ডাঃ কুণাল সরকার অবশ্য স্পষ্ট হুঁশিয়ারির সুরে বলেন, ''আমি বা সুবর্ণ, আমরা কেউ খুনের আসামি নই। মিথ্যে অভিযোগে আমাদের ডেকে পাঠানো হল কেন? এর পর সমন পাঠানোর আগে ভেবে দেখা দরকার। আমরা এটিএম নই, সারাদিন কাজ করতে হয়। পরেরবার থেকে এভাবে তলব করলে আমরা সবসময় তদন্তে সহযোগিতা করতে পারব না।''

Advertisement

এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতা লেখেন, 'ভুল পোস্ট করে বিভ্রান্তি ছড়ালে পুলিশ চিকিৎসককে ডাকতে পারবে না। বেসরকারি হাসপাতালে বিপুল টাকায় অপারেশনের পর ভেতরে থেকে যায় গজ। সরকারি হাসপাতালে এনে আবার অপারেশনে প্রাণ বাঁচে। সেই চিকিৎসক গ্রেপ্তার হননি কেন? মিডিয়ার প্রমোট করা তৃণমূলবিরোধী বলে? নাগরিকসমাজ কী বলেন?' 

 

[আরও পড়ুন: গণধর্ষণের শিকার আর জি করের তরুণী চিকিৎসক, বলছে ময়নাতদন্ত]

এদিন চিকিৎসকদের তলব, প্রতিবাদীদের কণ্ঠরোধের প্রতিবাদে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে লালবাজার পর্যন্ত মিছিলের ডাক দেয় চিকিৎসকরা। মাঝপথে মিছিল আটকে দেওয়া হয়। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে লালবাজারের সামনে মিছিলের দৈর্ঘ্য ক্রমশ বাড়ছে। চিকিৎসকদের সাফ চ্যালেঞ্জ, "যত আটকানোর চেষ্টা করা হবে, ভয় দেখানো হবে, ততই মিছিলের দৈর্ঘ্য বাড়বে।" এদিকে চিকিৎসকদের পাশে দাঁড়াতে লালবাজার অভিযানে শামিল হন আইনজীবীরাও। তাঁরা চিকিৎসকদের আইনি সহায়তা করতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের সেখানে ঢুকতে দিতে নারাজ ছিল পুলিশ। দুপক্ষের মধ্যে তুমুল বচসা বাঁধে। অবশেষে পাঁচ আইনজীবীকে লালবাজারের ভিতরে ঢুকতে দিতে রাজি হয় পুলিশ। 

আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন মামলায় মৃতার পরিচয় প্রকাশ ও সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগ। কলকাতা পুলিশের তলবের মুখে দুই বিশিষ্ট, খ্যাতনামা চিকিৎসক। সোমবার তাঁদের লালবাজারে ডেকে পাঠানো হয়েছে। এদিন লালবাজারে (Lalbazar) হাজিরা দিতে যাওয়ার আগে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে মিছিল করেন ডাঃ কুণাল সরকার, ডাঃ সুবর্ণ গোস্বামীর সমর্থকরা। শামিল হন অন্যান্য বিশিষ্ট চিকিৎসকরা। মিছিল থেকে ডাঃ কুণাল সরকার রীতিমতো চ্যালেঞ্জের সুরে জানান, প্রশ্নের জবাব দেওয়ার মতো স্বচ্ছতা, মানসিক জোর তাঁদের আছে। আর জি কর কাণ্ড নিয়ে তাঁদের সরব হওয়ার পিছনে কোনও দূরভিসন্ধি ছিল না।

[আরও পড়ুন: ফের সিজিওতে সন্দীপ, পর পর ৪ দিন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসক ডা. কুণাল সরকার এবং ডা. সুবর্ণ গোস্বামীকে তলব করেছে কলকাতা পুলিশ।
  • অবশেষে বেলা সাড়ে চারটে নাগাদ দুই চিকিৎসকই লালবাজার থেকে বেরিয়ে আসেন।
  • কলকাতা মেডিক্যাল কলেজ থেকে লালবাজার পর্যন্ত মিছিলের ডাক দেয় চিকিৎসকরা।
Advertisement