সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ড (RG Kar Incident) নিয়ে প্রথম থেকেই সরব স্বস্তিকা মুখোপাধ্যায়। ১৪ আগস্ট নারীদের রাত দখল অভিযানের ডাক দেওয়া থেকে শুরু করে রাজ্য সরকারের প্রস্তাবিত মেয়েদের নাইট ডিউটি থেকে অব্যাহতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার সিবিআই-এর তদন্ত প্রক্রিয়া নিয়েও মুখ খুললেন স্বস্তিকা। অভিনেত্রীর প্রশ্ন, "২ সপ্তাহ হতে চলল, এখনও কি সিবিআই কাউকে খুঁজে পাচ্ছে না।"
গত ৯ আগস্ট আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ, খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় পুলিশ হেফাজতে, অন্যদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই নিয়ে প্রায় অষ্টম দিন সিজিও কমপ্লেক্সে সিবিআই জেরার মুখে। তবে ঘটনার দু সপ্তাহ পেরলেও এখনও পর্যন্ত অন্য কেউ গ্রেপ্তার হয়নি। যেখানে একাধিকবার প্রশ্ন উঠেছে, এমন নৃশংস হত্যাকাণ্ড কারও একার পক্ষে ঘটানো সম্ভব নয়! বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট পুলিশের প্রাথমিক তদন্ত প্রক্রিয়াকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সেই আবহেই আর জি কর কাণ্ড নিয়ে 'রাজনীতি করার' অভিযোগও উঠছে নানা মহলে। সোশাল মিডিয়ায় ট্রোল-মিমের বাজারে আন্দোলনের উদ্দেশ্যই যেন দিশেহারা! এমতাবস্থায় আবারও তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।
[আরও পড়ুন: বানভাসি বাংলাদেশের দুর্গতদের সাহায্যের আর্জি চঞ্চল চৌধুরীর, পড়তে হল রোষের মুখেও!]
অভিনেত্রীর কাতর আর্তি, "এরকম একটা মর্মান্তিক ঘটনাও যদি তলিয়ে যায়, তাহলে আর আমাদের মেয়েদের বাঁচার উপায় নেই।" স্বস্তিকা নিজেও এক কন্যা সন্তানের মা, তাই আর জি কর নির্যাতিতার মায়ের কষ্টের কথা ভেবে রাতে দু চোখের পাতা এক করতে পর্যন্ত পারছেন না। বিনিদ্র রজনীতে বারবার তাঁর নিজের মেয়ের মুখটা মনে করছেন। স্বস্তিকার মন্তব্য, "আহারে। ওঁর বাবা মা কী নিয়ে বাঁচবে? এটা ভাবলেই আর ঘুম আসে না। নিজের মেয়েটার মুখের দিকে চেয়ে থাকি আর সকাল হয়ে যায়।" ওই ফেসবুক পোস্টেই অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, "কেউ ধরা পরবে? কেউ গ্রেপ্তার হবে? কেউ শাস্তি পাবে? এখনও সিবিআই কাউকে খুঁজে পাচ্ছে না? দু সপ্তাহ হতে চলল তো।" স্বস্তিকা মুখোপাধ্যায়কে সায় দিয়ে সেই একই প্রশ্ন তুলেছে, সমাজের সভ্য নাগরিকদের একাংশও। এদিকে নিত্যদিন আর জি কর কাণ্ডের ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চলছে। পথে নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ থেকে শিল্পীমহলও। সর্বস্তরের একটাই দাবি, 'সুবিচারের আশায় কাঁদছে তিলোত্তমা'।