shono
Advertisement
RG Kar

'বাম-তৃণমূল না বিজেপি, দিদি তুমি কার?', অপর্ণা সেনের ছবি দিয়ে আক্রমণাত্মক জীতু কমল!

অপর্ণার অতীত-বর্তমানের ছবি শেয়ার করে আক্রমণাত্মক পোস্ট জীতু কমলের।
Published By: Sandipta BhanjaPosted: 05:58 PM Sep 04, 2024Updated: 05:58 PM Sep 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দশকের বামদূর্গ ভাঙতে কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পথে নেমে প্রথম সারিতে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলেন অপর্ণা সেন। মমতা সরকার গড়ার নেপথ্যে বুদ্ধিজীবীরা ছিলেন অন্যতম কাণ্ডারী। সিঙ্গুর, নন্দীগ্রাম ইস্যুতে অপর্ণা সেন যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, সেই ঝাঁজ দেখে অভিনেত্রী-পরিচালককে 'পরিবর্তনের পোস্টার গার্ল' বলেও সম্বোধন করা হত। বর্তমানে আর জি কর পরিস্থিতিতে যখন উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি, তখন আবারও পথে নেমে প্রতিবাদী মিছিলের প্রথম সারিতে ধরা দিয়েছেন অপর্ণা সেন। অতীত-বর্তমানের সেই ছবি শেয়ার করেই এবার আক্রমণাত্মক পোস্ট জীতু কমলের।

Advertisement

জমি আন্দোলনের সময়ে ছত্রধর মাহাতোর সঙ্গে আলাপচারিতার ফ্রেমবন্দি মুহূর্তের পাশাপাশি রবিবার নাগরিক মিছিলে মাইক হাতে অপর্ণা সেনের ছবি পোস্ট করে জীতু লিখেছেন, "রাস্তায় বা মিছিলে দেখলেই তৃণমূলী দাদারা জিজ্ঞেস করুন- দিদি তুমি কার? সিপিএম দাদারা জিজ্ঞেস করুন- দিদি তুমি কার? বিজেপি দাদারা জিজ্ঞেস করুন- কত খরচে তুমি আমার? (অর্থাৎ দলের)" আর জি কর কাণ্ডে উত্তাল পরিস্থিতির মাঝেই একাধিকবার জীতু বাম শিবির সমর্থকদের বিবেক, চেতনাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর তিনি যদিও নিজেকে 'বুদ্ধপন্থী' বলেই সম্বোধন করেছিলেন, কিন্তু জীতুর বিগত কয়েক দিনের পোস্ট দেখে অনেকেই 'আত্মসমালোচনার' সুরকে মনে করেছিলেন তিনি সম্ভবত বাম শিবিরের সমর্থক নন আর। তবে এবার অপর্ণা সেনকে বিঁধে যে পোস্ট করলেন তাতে নেটপাড়ার একাংশ সায় দিয়েছেন।

[আরও পড়ুন: ‘বাড়ির পরিচারিকারাও বিচার চাইছে’, সর্বস্তরীয় প্রতিবাদের কথা স্বস্তিকার মুখে]

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের পর হাসপাতালে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছিলেন অপর্ণা সেন। প্রতিবাদ করতে গিয়ে হাসপাতাল চত্বরে চূড়ান্ত ক্ষোভের মুখেও পড়তে হয়েছিল অপর্ণা সেনকে। বিশিষ্ট শিল্পীকে 'চটিচাটা বুদ্ধিজীবী' বলেও আক্রমণ করা হয়। তবুও প্রতিবাদ থামাননি একসময়কার 'পরিবর্তনের পোস্টার গার্ল'। রবিবার, ১ সেপ্টেম্বর, নাগরিক মিছিলেও শামিল হন অপর্ণা। কলকাতার রাজপথে দাঁড়িয়ে অপর্ণা সেন বলেন, "আমি আশাহত হইনি। এখনও আশাবাদী। তার কারণ, এই ধরণের ইস্যুতে তদন্তের ক্ষেত্রে সময়ের প্রয়োজন হয়। আসল তদন্তটা তো শুধু সঞ্জয় রায়কে নিয়ে নয়, আসল তদন্ত হচ্ছে, এই আঁতাঁতটা নিয়ে। আর এই আঁতাতটা ভাঙার জন্য যে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাতে আমি খুশি।" এবার জীতু কমল অপর্ণা সেনের প্রতিবাদী ছবি শেয়ার করে অভিনেত্রীর রাজনৈতিক দর্শনকে কাঠগড়ায় দাঁড় করালেন।

[আরও পড়ুন: কঙ্গনার ‘এমার্জেন্সি’ কবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে? ‘নাক গলাব না’ সাফ জানাল বম্বে হাই কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিন দশকের বামদূর্গ ভাঙতে কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পথে নেমে প্রথম সারিতে দাঁড়িয়ে আওয়াজ তুলেছিলেন অপর্ণা সেন।
  • বর্তমানে আর জি কর পরিস্থিতিতে যখন উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি, তখন আবারও পথে নেমে প্রতিবাদী মিছিলের প্রথম সারিতে ধরা দিয়েছেন অপর্ণা সেন।
  • অতীত-বর্তমানের সেই ছবি শেয়ার করেই এবার আক্রমণাত্মক পোস্ট জীতু কমলের।
Advertisement