shono
Advertisement
RG Kar

মুখ্যসচিবের সঙ্গে বৈঠকেও কাটল না জট, আমরণ অনশনে অনড় 'ক্ষুব্ধ' জুনিয়র ডাক্তাররা

অভয়া কাণ্ডে বিচার-সহ ১০ দফা দাবিতে পুজোর মরশুমেও ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা।
Published By: Paramita PaulPosted: 09:16 PM Oct 09, 2024Updated: 12:54 AM Oct 10, 2024

অভয়া কাণ্ডে বিচার-সহ ১০ দফা দাবিতে পুজোর মরশুমেও ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। কর্মসূচির চারদিনের মাথায় বৈঠকের ডাক রাজ্যের। স্বাস্থ্যভবনে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে বসার আরজি জানিয়ে ইমেল মুখ্যসচিব মনোজ পন্থের। কিন্তু স্বাস্থ্যভবনের বৈঠকেও কাটল না জট। কী বললেন জুনিয়র ডাক্তাররা?

Advertisement

রাত ১২.৩০: মুখ্যসচিবের সঙ্গে বৈঠকেও মিলল না রফাসূত্র। আমরণ অনশনে অনড় জুনিয়র ডাক্তাররা।বৈঠক থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনের অন্যতম মুখ দেবাশিষ হালদার বলেন, "আজকের বৈঠকে কোনও লিখিত প্রতিশ্রুতি দেয়নি সরকার। কতদিনের মধ্যে হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করার সব কাজ শেষ হবে, তা জানাতে পারেনি রাজ্য সরকার।" আন্দোলনকারীদের অভিযোগ, "অনশন মিটুক সরকার চায় না।সরকার বলছে অক্টোবরের তৃতীয় সপ্তাহের আগে কিছু হবে না। এতোটা অনমনীয় মনোভাব হবে ভাবতে পারিনি।"                              

রাত ১১.৩০: লালবাজারে আটক আট ডাক্তারকে ছাড়াতে পৌঁছলেন আইনজীবী শামিম আহমেদ।

রাত ১০.০০: লালবাজারের সামনে তীব্রতর হচ্ছে্ বিক্ষোভ। ঢাক বাজিয়ে চলছে স্লোগান দেওয়া।

রাত ৯.৪৫: স্বাস্থ্যভবনে শুরু বৈঠক।

রাত ৯.২৩: স্বাস্থ্যভবন পৌঁছলেন জুনিয়র ডাক্তাররা। ভেতরে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং টাস্কফোর্সের প্রতিনিধিরা।    

রাত ৯. ১২: ম্যাডোক্স স্কোয়্যারের পর এবার ত্রিধারা সম্মিলনীতেও 'উই ওয়ান্ট জাস্টিস স্লোগান'। আটক ৯. নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। প্রবল বিক্ষোভ। লালবাজার যাচ্ছেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা।  

রাত ৯.০৫: স্বাস্থ্যভবনের উদ্দেশে রওনা জুনিয়র ডাক্তারদের। 

রাত ৮.০০: কারা যাবেন স্বাস্থ্যভবন, ঠিক করতে বৈঠকে জুনিয়র ডাক্তাররা। 

সন্ধে ৭.৩০: অনশনে মঞ্চে অভিনেত্রী অর্পণা সেন। হাজির রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। মুখ্যমন্ত্রীকে ধরনা মঞ্চে আসার অনুরোধ অপর্ণার। 'জট কাটানোর পথ খুঁজে বের করা হোক, তাঁরা বিচার চান, বিচার হোক।' বললেন বোস। 

সন্ধে ৬.৪৫: সেই ডাকে সাড়া দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের তরফে দেবাশিস হালদার জানান, “দুর্বল হয়ে পড়েছি বলে যাচ্ছি না। আরও একবার দাবি আদায়ের জন্য যাচ্ছি।”

সন্ধে ৬.৩০: জুনিয়র ডাক্তারদের ফের আলোচনার টেবিলে ডাক রাজ্য়ের। বৈঠকে ডেকে ইমেল মুখ্যসচিব মনোজ পন্থের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভয়া কাণ্ডে বিচার-সহ ১০ দফা দাবিতে পুজোর মরশুমেও ধর্মতলায় আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা।
  • কর্মসূচির চারদিনের মাথায় বৈঠকের ডাক রাজ্যের।
Advertisement