shono
Advertisement
RG Kar Protest

ক্যানভাসে প্রতিবাদ! RG Kar ঘটনার বিচার চেয়ে ছবি আঁকলেন অভিনেতা লোকনাথ দে

একাধিক ছবি এঁকেছেন অভিনেতা। প্রত্যেক ছবিতে অস্থির সময়ের প্রতিফলন।
Published By: Suparna MajumderPosted: 06:28 PM Aug 23, 2024Updated: 07:29 PM Aug 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্থির সময়। চারদিকে 'জাস্টিস ফর আরজি কর' রব। রাস্তায় রাস্তায় মিছিল। প্রতিবাদের একটাই দাবি, অভয়ার মৃত্যুর বিচার চাই। এই দাবিতেই রং মাখানো তুলি হাতে তুলে নিলেন অভিনেতা লোকনাথ দে। RG Kar ঘটনার বিচার চেয়ে ক্যানভাস ভরালেন তিনি।

Advertisement

ছবি: ফেসবুক

'জাস্টিস ফর আরজি কর' (Justice for RG Kar) হ্যাশট্যাগ দিয়ে নিজের আঁকা একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেতা। ক্যাপশনে লিখেছেন, "অস্থিরতার অভ্যেস।" লোকনাথের পোস্ট করা কোনও ছবিতে নারীর অসহায়তার প্রতিফলন, কোনও ছবিতে আবার প্রতিবাদের তীক্ষ্ণতা। একটি ছবি অনাবৃত নারী শরীরের। এক শিশু হাত দিয়ে ঢেকে রেখেছে স্তনযুগল। তার শরীরে ঢাকা যোনির অংশ। প্রত্যেক ছবি যেন সমাজকে চোখে আঙুল দিয়ে বোঝাচ্ছে নারীর গুরুত্ব।

[আরও পড়ুন: লজ্জা! ‘পুলিশ ভাই-বোনদের’ উর্দির গুরুত্ব বোঝলেন তনিমা সেন]

প্রথাগত শিক্ষা সেভাবে না থাকলেও ছোটবেলা থেকে ছবি আঁকেন লোকনাথ দে (Loknath Dey)। নিয়মিত ক্যানভাস ভরানোর সুযোগ তিনি পান না। তবে লকডাউনের সময় থেকে ছবি আঁকার তাগিদ বাড়ে। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল। সমস্ত ঘটনা লোকনাথের শিল্পী-মনকেও ভীষণভাবে প্রভাবিত করেছে।

নিজের মনের সমস্ত আবেগ যেন ক্যানভাসে উজার করে দিয়েছেন অভিনেতা। এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদমাধ্যমকে তিনি জানান, এই ঘটনার নেপথ্যে গভীর যড়যন্ত্র রয়েছে। এর পর্দা ফাঁস না হওয়া পর্যন্ত প্রতিবাদ (RG Kar Protest) সফল হবে না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ নিজেদের জীবনে ব্যস্ত হয়ে যাবে। তবে এই প্রতিবাদ থামার নয় বলেই মনে করেন অভিনেতা। তিনি নিজেও ১৪ অগস্টের 'রাত দখল' অভিযানে হেঁটেছিলেন। উপস্থিত ছিলেন নিউ বারাকপুরের জমায়েতে।

[আরও পড়ুন: জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে কত বয়স পর্যন্ত টিকা নেওয়া সম্ভব? জানালেন বিশেষজ্ঞ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিবাদের একটাই দাবি, অভয়ার মৃত্যুর বিচার চাই।
  • এই দাবিতেই রং মাখানো তুলি হাতে তুলে নিলেন অভিনেতা লোকনাথ দে।
Advertisement