shono
Advertisement
RG Kar Protest

'গাইতে আসব না?', রাতে মেয়েদের কাজে বারণ নিয়ে ক্ষুব্ধ কৌশিকী, রূপম-শিলাজিৎ কী বললেন?

আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পদযাত্রা করেন বাংলার সঙ্গীতশিল্পীরা। সেখানেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কৌশিকী?
Published By: Suparna MajumderPosted: 12:42 PM Aug 20, 2024Updated: 03:56 PM Aug 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'We Want Justice' - শহরের রাস্তায় এখন এই স্লোগান। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচার চেয়ে রাস্তায় সাধারণ মানুষ (RG Kar Protest)। বিচারের দাবিতে সরব টলিপাড়াও। রাস্তায় নেমে স্লোগান দিয়েছেন তারকারা। সোমবার ছিল সঙ্গীতশিল্পীদের পদযাত্রা। সেখানেই রাতে মেয়েদের কাজ থেকে বাদ রাখা প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দিলেন কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty)।

Advertisement

রাতের শিফটে মেয়েদের যথাসম্ভব বাদ রাখার পক্ষে সওয়াল করা হয়েছিল। তাতেই কৌশিকীর বক্তব্য, "অত্যন্ত জঘন্য একটা সিদ্ধান্ত। রাতের বেলার শিফট বাতিল করার বদলে যে মানুষের যে কাজের জন্য বেরোনো দরকার সেটা যাতে সে সুষ্ঠভাবে, স্বাধীনভাবে এবং তাঁর সম্মান বজায় রেখে করতে পারে সেটা একটা রাজ্যের, একটা দেশের, একটা পৃথিবীর, একটা মানবজাতির দায়িত্ব। আমাকে এটা কেন ভাবতে হবে যে আমি যদি মেয়ে না হতাম আমি এই কাজটা করতে পারতাম। এখন যেখানে দাঁড়িয়ে আছি। এইখানে নজরুল মঞ্চে ডোভারলেন মিউজিক কনফারেন্স হয় সারারাতের ফেস্টিভ্যাল, আমি গাইতে আসব না? কারণ রাতেরবেলা হয় বলে? এগুলো ছেলেভোলানো কথাবার্তা।"

[আরও পড়ুন: RG Kar কাণ্ডে নয়া প্রতিবাদ, সোশাল মিডিয়ায় প্রোফাইল পিকচার কালো করলেন সৌরভ]

সোমবার সন্ধ্যায় সাদার্ন এভিনিউতে শিল্পীরা একজোট হন বাংলার সঙ্গীতশিল্পীরা। নব নালন্দা থেকে গোলপার্ক পর্যন্ত পদযাত্রা হয়। তাতেই বিচারের দাবিতে সরব হন লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী, কৌশিকী চক্রবর্তী, লগ্নজিতা, অন্বেষারা। পদযাত্রায় ছিলেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়, উজ্জয়িনী, প্রশ্মিতারাও। তাঁদের সঙ্গেই গলা মেলান রূপম ইসলাম, মনোময় ভট্টাচার্য, শিলাজিৎ, অনীক ধররা।

আর জি করের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে এদিন রূপম বলেন, "মানবতার শত্রু যাঁরা, তাঁদের স্তব্দ করে দিতে হবে।" শিলাজিতের কথায়, "দলমত, জাতি ধর্ম নির্বিশেষে গোটা পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের বাইরে একটা জিনিসই তো চাইছে মানুষ। মানুষের চিরকালীন চাহিদা! সেই চাহিদা আজকে এমন জায়গায় পৌঁছেছে কেন? কারণ মানুষের মনে হচ্ছে বিচার হচ্ছে না কিছু কথাবার্তা শুনে। আমরা কনফিউজড হয়ে যাচ্ছি। যার জন্যই আমাদের আর্জি, অত্যন্ত শান্তভাবে আর্জি যে আমরা বিচার চাই।" "দোষীদের এমন শাস্তি হোক, যে শাস্তি আগে কেউ পায়নি", বলেন মনোময়।

[আরও পড়ুন: মাঝরাতে বেপরোয়া গতিতে গাড়ি, বাইক আরোহীকে ধাক্কা, গ্রেপ্তার অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাতের শিফটে মেয়েদের যথাসম্ভব বাদ রাখার পক্ষে সওয়াল করা হয়েছিল।
  • তাতেই কৌশিকীর বক্তব্য, "অত্যন্ত জঘন্য একটা সিদ্ধান্ত।"
Advertisement