shono
Advertisement
RG Kar Protest

'প্রতিবাদ চালিয়ে যান', সরকারি পুরস্কার ফেরালেন সুদীপ্তা চক্রবর্তী, কুর্নিশ স্বস্তিকার

এর আগে চন্দন সেন ও বিপ্লব বন্দ্যোপাধ্যায় সরকারি পুরস্কার ফিরিয়েছিলেন।
Published By: Biswadip DeyPosted: 06:29 PM Sep 03, 2024Updated: 08:54 PM Sep 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের প্রতিবাদে মুখর শহর। এই পরিস্থিতিতে সরকারি পুরস্কার ফেরালেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। এর আগে চন্দন সেন ও বিপ্লব বন্দ্যোপাধ্যায় সরকারি পুরস্কার ফিরিয়েছিলেন। এবার ফেরালেন 'বাড়িওয়ালি'র অভিনেত্রীও। আর তাঁর এই সিদ্ধান্তকে স্যালুট জানালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

Advertisement

স্বস্তিকা ফেসবুকে লেখেন, 'স্য়ালুট সুদীপ্তা চক্রবর্তী। ২০১৩ সালে উনি রাজ্য় সরকারের থেকে একটি পুরস্কার পেয়েছিলেন সিনেমায় অবদানের জন্য়। আজ আই অ্যান্ড সি মিনিস্ট্রিকে (তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ) মেইল করে সেই পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তিনি। যে যাঁর নিজের মতো করে প্রতিবাদ চালিয়ে যান...'

[আরও পড়ুন: দূষিত জল খেয়ে নয়ডায় অসুস্থ শতাধিক! হাসপাতালে আশঙ্কাজনক শিশুরাও]

আর জি কর কাণ্ড নিয়ে প্রথম দিন থেকেই সরব স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রীর মন্তব্য, “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। কতটা যন্ত্রণা সহ্য করে মেয়েটিকে মারা যেতে হয়েছে, মেয়ে হিসেবে ভাবলেই আমার গা শিউরে উঠছে। আমি চাইব, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী প্রকৃত অর্থেই একটা বিহিত করুন। যাতে ওঁর প্রতি আমাদের ভরসা থাকে। কারণ এখন ভরসা টলমল হয়ে যাওয়ার জোগাড় হয়েছে।” এদিকে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিকের আন্দোলনকারী ডাক্তারদের উদ্দেশে করা মন্তব্যের তীব্র নিন্দা করেছিলেন সুদীপ্তা চক্রবর্তী। বন্ধুর উদ্দেশে চাঁচাছোলা পোস্ট করে তাঁকে ‘ত্যাজ্য’ করেন অভিনেত্রী। 

এদিকে আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ (RG Kar Protest) চলছে। মঙ্গলবারই জানা যায়, রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরানোর আবেদন জানিয়ে ই-মেল করেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব চন্দন সেন। এদিকে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ নাট্য অকাদেমি পুরস্কার ফেরত পাঠাচ্ছেন অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও। এর মধ্যেই সামনে এল সুদীপ্তা চক্রবর্তীর পুরস্কার ফেরানোর সংবাদ।

প্রসঙ্গত, ‘জাস্টিস ফর আর জি কর’- শহর কলকাতার বুকে একটাই ধ্বনি। তিন সপ্তাহ পেরলেও ন্যায়বিচারের জন্য আন্দোলন এখনও জারি। ক্রমশই এই আন্দোলন যে বড় আকার নিচ্ছে, তা বোধহয় আলাদা করে উল্লেখ করার প্রয়োজন হয় না। শামিল টলিউড তারকারাও। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে সুর চড়িয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, চৈতি ঘোষাল, উষসী চক্রবর্তী, অপরাজিতা আঢ্য, বিরসা দাশগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, বিদিপ্তা চক্রবর্তী, লোকনাথ দে, লগ্নজিতা, সত্যম ভট্টাচার্য, উষসী রায়-সহ আরও অনেকেই। 

[আরও পড়ুন: অবসরের পরে রায়দান? সুপ্রিম নজরে হাই কোর্টের বিচারপতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর জি কর কাণ্ডের প্রতিবাদে মুখর শহর। এই পরিস্থিতিতে সরকারি পুরস্কার ফেরালেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
  • এর আগে চন্দন সেন ও বিপ্লব বন্দ্যোপাধ্যায় সরকারি পুরস্কার ফিরিয়েছিলেন।
  • এবার ফেরালেন 'বাড়িওয়ালি'র অভিনেত্রীও। আর তাঁর এই সিদ্ধান্তকে স্যালুট জানালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
Advertisement