সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার থেকেই প্রতিবাদী মিছিলে শামিল স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। দিন রাত এক করে শহরের বিভিন্ন প্রান্তের আন্দোলনে থাকছেন অভিনেত্রী। ব্যস্ত শিডিউল সরিয়ে রেখে নিত্যদিন পথেঘাটে নারী নিরাপত্তা নিয়ে সরব হতে দেখা যাচ্ছে তাঁকে। সোম-মঙ্গলের পর বুধবারও বাড়িতে থাকলেন না স্বস্তিকা। পৌঁছে গিয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। সেখান থেকে জানালেন, আর জি কর কাণ্ডের পর এই আন্দোলন কীভাবে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে।
আর জি কর কাণ্ড (RG Kar Incident) নিয়ে প্রথম থেকেই সরব স্বস্তিকা মুখোপাধ্যায়। ১৪ আগস্ট নারীদের রাত দখল অভিযানের ডাক দেওয়া থেকে শুরু করে রাজ্য সরকারের প্রস্তাবিত মেয়েদের নাইট ডিউটি থেকে অব্যাহতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। শহরে ফিরেই রবিবার নাগরিক মিছিলে যোগ দিয়ে সুর চড়িয়েছেন স্বস্তিকা। মিছিল শেষে রাতভর ধর্মতলায় ধরনাতেও বসেছিলেন। মঙ্গলবার রাতে ভূপেন্দ্রনাথ বসু অ্যাভিনিউয়ে বামফ্রন্টের ডাকা ধরনামঞ্চেও ছিলেন অনেক রাত পর্যন্ত। কীভাবে এই আন্দোলন (RG Kar Protest) সমাজের তৃণমূলস্তরের মজ্জাতেও ঢুকে গিয়েছে, বুধবার বিকেলে এসএসকেএম হাসপাতাল থেকে সেকথাও বললেন অভিনেত্রী।
স্বস্তিকা তুলে ধরলেন তাঁর বাড়ির দুই পরিচারিকার কথা। অভিনেত্রীর মন্তব্য, "আমরা যাঁরা বাড়ির পরিচারিকাদের ক্ষেত্রে মনে করি, ওঁরা কোনও কিছু সম্পর্কে ততটা অবগত নন। বা ওঁদের হয়তো কোনও ব্যক্তিগত মতামত নেই। তবে আজ বলছি, আমার বাড়ির দুই দিদির ক্ষেত্রে আমি দেখেছি, ওঁরা বাড়িতে বসে আছেন বলে যে শান্তিতে রাতে ঘুমোচ্ছেন, সেরকম নয়। ওদেরও মতামত যথেষ্ট বলিষ্ঠ। আগে আমি কোথাও বেরলে আমাকে জিজ্ঞেস করতেন- আমি কখন ফিরব। আজকাল আর সেকথা আমায় জিজ্ঞেস করছেন না। শুধু তাই নয়, ওঁরা যে অবাঙালি বাড়িগুলোতে কাজ করেন, সেখানে গিয়েও নিজের মতো করে প্রতিবাদী সত্ত্বার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। ওঁরা প্রশ্ন তুলেছেন- নিজের বাড়ির মেয়ের সঙ্গে এরকম হলে কি সারাদিন টিভি দেখে, খেয়ে ঘুমোতে পারতেন কেউ? আমরা সকলেই বিচার চাইছি পথে নেমে। আমার দুই পরিচারিকা কিন্তু আমায় বলে দিয়েছেন- 'দিদি আপনাকে কেউ যদি জিজ্ঞেস করেন কার কাছে এই বিচার চাইছেন, আপনি কিন্তু সরকারের কথা উল্লেখ করবেন।' ওঁদের এই কথাগুলোই স্পষ্ট করে দেয় যে সমাজের সর্বস্তর থেকে এই আওয়াজ উঠেছে।
[আরও পড়ুন: কঙ্গনার ‘এমার্জেন্সি’ কবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে? ‘নাক গলাব না’ সাফ জানাল বম্বে হাই কোর্ট]
মঙ্গলবার রাতে বামফ্রন্টের ডাকা প্রতিবাদে শামিল হয়েছিলেন স্বস্তিকা। সেখানে তাঁর প্রতিবাদী সত্ত্বার পাশাপাশি মানবিকতাও ক্যামেরায় ধরা দিল। আন্দোলনে স্লোগান তোলার পাশাপাশি পথপশুদের জল খাইয়ে দিলেন অভিনেত্রী। অভিনেত্রী বরাবরই পশুপ্রেমী। দেশের বিভিন্ন প্রান্তে অবলা, অসহায় পশুদের প্রতি হওয়া অত্যাচারের বিরুদ্ধে বরাবর তাঁকে সোচ্চার হতে দেখা গিয়েছে। আর জি কর কাণ্ডের প্রতিবাদে মাঝরাতের কলকাতাতেও আবারও তাঁর মানবিক রূপ প্রত্যক্ষ করা গেল।