shono
Advertisement
Subhashree Ganguly

'স্বচ্ছ ভারত নয়, নারী সুরক্ষা চাই', প্রধানমন্ত্রীর কাছে সোজাসাপটা আর্জি শুভশ্রীর

মোদির কাছে বিশেষ আবেদন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।
Published By: Sandipta BhanjaPosted: 03:15 PM Sep 01, 2024Updated: 03:16 PM Sep 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'জাস্টিস ফর আর জি কর'- শহর কলকাতার বুকে একটাই ধ্বনি। তিন সপ্তাহ পেরলেও ন্যায়বিচারের জন্য আন্দোলন এখনও জারি। দেশজুড়ে নারীদের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রের কাছে জবাব চাইছেন সকলে। সেই আবহে মোদি সরকারের স্বচ্ছ ভারত অভিযানকে বিঁধে আবারও বিশেষ আর্জি রাখলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)।

Advertisement

‘কোনও আপোষ নয়, ধর্ষকদের রাজ শাস্তি হোক!’- একটাই দাবি দেশজুড়ে। আর জি কর কাণ্ডের পর গত ১৪ আগস্ট থেকে বিনিদ্র রজনী কাটাচ্ছে কলকাতা। একের পর এক প্রতিবাদী মিছিল। আমজনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারী নিরাপত্তার দাবি তুলে সরব হয়েছেন তারকারাও। ক্রমশই এই আন্দোলন যে বড় আকার নিচ্ছে, তা বোধহয় আলাদা করে উল্লেখ করার প্রয়োজন হয় না। ১ সেপ্টেম্বর, রবিবার শহরজুড়ে নাগরিক মিছিল। হাঁটবেন টলিউড শিল্পীরাও। সেই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) কাছে আবারও মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রীর সাফ কথা, "স্বচ্ছ ভারত নয়, আমাদের সুরক্ষিত ভারত চাই মোদিজি।"

কলকাতার আর জি কর কাণ্ড নিয়ে যেখানে রাজ্য-রাজনীতি তোলপাড়, বাংলার গণ্ডী ছাড়িয়েছে আন্দোলন, তখন সেই আবহেও নারীদের উপর হওয়া নির্যাতনের হার কিন্তু বিন্দুমাত্র কমেনি। তার প্রমাণ সম্প্রতি অসম, বদলাপুর থেকে বিহারের ঘটনা। সেই প্রেক্ষিতেই শুভশ্রী সম্প্রতি প্রশ্ন ছুঁড়েছিলেন, "এক রাতে যদি নোটবন্দি হতে পারে, এক রাতে যদি লকডাউন ঘোষণা করা যায়, তাহলে এক রাতে ধর্ষকদের শাস্তি নয় কেন?" এই আর্জি সমাজের সকল স্তর থেকে উঠে আসছে।

[আরও পড়ুন: ‘শুধু পাশে দাঁড়িয়ে ছবি তুলে গুরুত্ব বাড়িও না’, ঋত্বিক চক্রবর্তীর নিশানায় কে?]

আর জি কর কাণ্ডের আবহে নিত্যদিন নারী নিরাপত্তা, নারীদের সামাজিক অবস্থান নিয়ে আওয়াজ তুলছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘বাবলি’র প্রচারে গিয়েও তাঁর মুখে শোনা গিয়েছে, আর জি কর নির্যাতিতার বিচারের কথা। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে সিনেপাড়ার সতীর্থদের সঙ্গে কলকাতার পথে নেমেছিলেন শুভশ্রী। সেই মিছিলে হেঁটেছিলেন রাজ চক্রবর্তীও। যদিও তারকা বিধায়ক হওয়ায় প্রতিবাদী মিছিলে হেঁটে নেটপাড়ার একাংশের কটাক্ষের শিকার হয়েছেন। শুধু রাজ-শুভশ্রী নয়, শিল্পীদের অনেককে নিয়েই ট্রোল-মিমের রমরমা সোশাল মিডিয়ায়! সেই আবহে নিন্দুক-সমালোচক থেকে সমাজ, সকলকে একযোগে বিঁধে একটি কবিতাও লিখেছিলেন অভিনেত্রী।

কড়া ভাষাতেই সমাজের মন-মানসিকতা বদলানোর কথা বলছেন শুভশ্রী। স্বরচিত কবিতা লিখে মেয়েদের ধর্ষণ, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদও করেছেন তিনি। যেখানে শুভশ্রী প্রশ্ন তুলেছেন, “সংস্কার ধরে রাখার দায়িত্ব কী শুধু আমাদের? তাহলে ওরা কী করবে?” এদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এমন পোস্টের পরও নেটপাড়ার কটাক্ষবাণ রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) দিকে। তাঁরা প্রশ্ন তুলেছেন, “তাহলে কি রাজ্যের শাসক দল ছাড়ছেন তিনি?” যদিও সেসব কটাক্ষের কোনও প্রত্যুত্তর করেননি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার ফের একবার সরব শুভশ্রী।

[আরও পড়ুন: ‘প্রোপাগান্ডা ছবিতে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা’, কুণালের মন্তব্যে সায় জানিয়ে সরব সোহম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোদি সরকারের স্বচ্ছ ভারত অভিযানকে বিঁধে আবারও বিশেষ আর্জি রাখলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
  • অভিনেত্রীর সাফ কথা, "স্বচ্ছ ভারত নয়, আমাদের সুরক্ষিত ভারত চাই মোদিজি।"
  • আর জি কর কাণ্ডের বিচার চেয়ে সিনেপাড়ার সতীর্থদের সঙ্গে কলকাতার পথে নেমেছিলেন শুভশ্রী।
Advertisement