সংবাদ প্রতিদিন ডিজাটাল ডেস্ক: দুর্গাপুজোর আগেই গণেশ পুজোর থিমে আর জি কর কাণ্ড! সিদ্ধিদাতা ভগবানের কাছে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচারের দাবি।
উল্টোডাঙা রোডের পাশে গণেশ পুজোতে দেখা গেল, ছোট থেকে বড় পর পর তিনটি মই। সব মইয়ে লাগানো 'বিচার' স্টিকার। সেই মইগুলো থেকে একটি দড়ি বাঁধা প্রতীকী গণেশ ঠাকুরের হাতে। সেই দড়ির সঙ্গে বাঁধা দোষী। তাকে সাজা দিচ্ছেন স্বয়ং ভগবান। অন্য হাতে ভগবান ধরে রয়েছেন নির্যাতনের শিকার হওয়া তরুণীকে।
[আরও পড়ুন: অসুর বধে দেবী দুর্গাকে কোন দেবতা কী অস্ত্র দিয়েছিলেন? জানেন সেগুলি কীসের প্রতীক?]
'দাবি একটায় আর জি করের বিচার চাই' আওয়াজ তুলে আর জি কর থিমে গণেশ পুজো করল শহরের এক পুজো কমিটি। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মুচি পাড়া পোস্ট অফিসের গলি ছেয়ে গিয়েছে বিচারের দাবিতে। সঙ্গে চলেছে বিঘ্নেশ্বর গণেশের আরাধনাও।
তবে তিনটি মই কেন? সঙ্গে দড়ি বাঁধা কী কারণে? আসলে মইগুলি সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতিনিধিত্ব করছে। সবচেয়ে ছোট মইটি সমাজের পিছিয়ে পড়া ও সর্বাপেক্ষা বড়টি উচ্চশ্রেণির প্রতিনিধি। মাঝেরটি মধ্যবিত্ত। তবে সবাইকেই বিচারের জন্য ভগবানের শরানাপন্ন হতে হচ্ছে। এই তো গেল থিম। এছাড়াও বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে পোস্টার। প্রশ্ন আর জি কর কাণ্ডের বিচারের আর কত অপেক্ষা?
গণেশ পুজোতেই প্রতিবাদের সুপ্ত ভাষা দেখল শহর। তবে নাগরিকের একাংশের পুজো বয়কটের ডাককেও এই পুজো কমিটি চোখে আঙুল দেখিয়ে দেখাল পুজো করেও প্রতিবাদ করা যায়।