অর্ণব দাস, বারাকপুর: আর জি কর হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনা ৭ মাস পার। আজও মেলেনি 'অভয়া'র ডেথ সার্টিফিকেট। সোমবারও মৃত্যুর শংসাপত্র আনতে গিয়ে হাসপাতাল থেকে খালি হাতে ফিরতে হয়েছে তরুণী চিকিৎসকের বাবাকে। জানানো হয়েছে, আজ ধনধান্যে মিটিং আছে। দু-একদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যে ডেথ সার্টিফিকেট না পেলে আইনি পথে হাঁটবে নির্যাতিতার পরিবার।
৯ আগস্ট আর জি কর মেডিক্য়াল কলেজের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। যা নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়। তবে এখনও তরুণী চিকিৎসকের ডেথ সার্টিফিকেট মেলেনি বলে অভিযোগ। এদিন সংবাদমাধ্যমকে নির্যাতিতার বাবা জানান, "আজ মেয়ের ডেথ সার্টিফিকেট পাওয়ার কথা ছিল কিন্তু আজও সেটা দেয়নি। বলল, আজ ধনধান্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক আছে। কাকু, আজকের দিনটা ছেড়ে দিন। দু-একদিনের মধ্যে করে দেব।" তাঁর আরও সংযোজন, "দু-একদিন দেখি, নাহলে আইনের দ্বারস্থ হব।"
রাজ্যের সরকারি চিকিৎসকদের সর্বস্তরে ভাতা ও বেতন বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন নির্যাতিতার বাবা। বলেন, "মুখ্যমন্ত্রী জানেন টাকা দিয়ে সব করা যায়। আমাদেরও চেয়েছিলেন টাকা দিয়ে কিন্তু আমাদের পারেননি। তাই চেষ্টা করছেন, ডাক্তাররা যাতে আর আন্দোলন না করে। তাই টাকা দিয়ে, গায়ে হাত বুলিয়ে বন্ধ করার চেষ্টা করছেন।" তাঁর আরও সংযোজন, "ডাক্তাররা কোনও রাজনৈতিক দলের হয়ে আন্দোলন করেননি।" এদিন নির্যাতিতার পরিবারের প্রতি মুখ্যমন্ত্রী সমবেদনা জানিয়েছেন। যা নিয়ে 'অভয়া'র বাবা বলেন, " মুখেই বলে সমবেদনা জানাচ্ছি।"