সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোট নিয়ে উত্তপ্ত বাংলা। রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় অশান্তি। ভোটের বলি বহু! মনোনয়ন পর্বের গোড়া থেকেই বাংলাজুড়ে যে বেলাগাম হিংসার ছবি প্রকাশ্যে এসেছে, ভোটউৎসবের দিন তা আরও প্রকট! রক্তাক্ত দৃশ্যের সাক্ষী হতে হচ্ছে আমজনতাকে। প্রাণহানির ঘটনা থেকে গুরুতর জখম… বিশৃঙ্খল পরিস্থিতি বহু জায়গায়। বিরোধী দলনেতাদের কাঠগড়ায় নির্বাচন কমিশনের ‘নীরব’ ভূমিকা। এবার ভোট হিংসা নিয়ে প্রতিবাদে গর্জে উঠলেন ঋদ্ধি সেন।
রাজনৈতিক কিংবা সামাজিক ইস্যু নিয়ে এর আগেও একাধিকবার মুখ খুলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। এবার তেইশের পঞ্চায়েত ভোটের অশান্তি, বিশৃঙ্খলা, প্রাণহানি নিয়ে রাজনৈতিক শিবিরগুলোর বিরুদ্ধে আওয়াজ তুললেন ঋদ্ধি সেন।
ফেসবুক পোস্টে ঋদ্ধির মন্তব্য, “পড়ে থাক গণতন্ত্রের লাশ, পচুক , গন্ধ বেরোক, সেই গন্ধ নাকে নিয়ে মাংস ভাত খাক রাজনৈতিক শিবিরগুলো, দুপুরবেলা আমরাও খাই পেট ভরে। গন্ধটা আরও তীব্র হওয়ার আগে চলুন খেয়েনি, আসুন, যোগ দিন মাংস ভাত খাওয়ায়, আমাদের ভাগাড়ের মাংস।” অভিনেতার এমন পোস্টে সরগরম নেটপাড়া। তবে নীতিপুলিশের ছেড়ে কথা বললেন না! পালটা কটাক্ষ শুনতে হল অভিনেতাকে।
[আরও পড়ুন: ‘ষড়যন্ত্রের সেনাপতি’, ভোট হিংসায় ‘নির্বাক’ নির্বাচন কমিশনার রাজীবকে তোপ রুদ্রনীলের]
ঋদ্ধি সেনকে মনে করিয়ে দিলেন এনআরসি, সিসিএ-এর সময়কার বাঁধা গানের কথা। তাঁর পোস্টেই জনৈকর মন্তব্য, ‘আমরা অন্য কোথাও যাব না.. আমরা এইখানেতেই থাকব…গানের কথাগুলো মনে পড়ে?’ পালটা জবাবও অবশ্য দিয়েছেন অভিনেতা। বললেন, “হ্যাঁ পড়ে, বেশ করে মনে পড়ে, আবার পড়বে, আবার বলব।” কেউ বা আবার ঋদ্ধির বাবা কৌশিক সেনের প্রসঙ্গ টেনে ‘বুদ্ধিজীবী’ বলে খোঁটা দিলেন।