সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার বুক জুড়ে বিজয়রথ ছুটিয়েছে 'খাদান' (Khadaan)। আপাতত গগনচুম্বী সাফল্যের জোয়ারে ভাসছেন দেব (Dev)। রিলিজের একসপ্তাহ পরেও হাউজফুল প্রেক্ষাগৃহ। নিত্যদিন হল ভিসিটে যাচ্ছেন সুপারস্টার। তবে এহেন শশব্যস্ত শিডিউলের মাঝেও কর্তব্যে অবিচল অভিনেতা। শনিবার আর জি কর (RG Kar) হাসপাতালে গিয়ে 'বাঘাযতীন' পরিচালক অরুণ রায়কে দেখে এলেন দেব।
পরনে কালো হুডি। মুখে মাস্ক। মাথায় কালো টুপি। নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে একরাশ উদ্বেগ নিয়ে আর জি কর হাসপাতালে প্রবেশ করতে দেখা যায় দেবকে। দিন কয়েক আগেই জানা গিয়েছিল, অত্যন্ত সঙ্কটজনক অরুণ রায় (Arun Roy)। যার জেরে ক্যানসারে আক্রান্ত পরিচালককে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়। আর জি কর হাসপাতালের মেডিসিন বিভাগের এইচডিইউ-য়ে ভর্তি রয়েছেন তিনি। সেখানেই চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। দেবকে নিয়ে 'বাঘা যতীন' ছবিটি তৈরি করেছিলেন অরুণাভ রায়চৌধুরী। যে ছবি সিনেসমালোচকদের কলমেও প্রশংসিত হয়েছে। আসলে প্রথম ছবি 'হীরালাল'-এই নিজের জাত চিনিয়েছিলেন পরিচালক। যে সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেন ডাক্তার তথা অভিনেতা কিঞ্জল নন্দ। তার সঙ্গে আবার 'বিনয় বাদল দীনেশ' ছবিটিও করেন অরুণ। উল্লেখ্য, কিঞ্জল আবার আর জি কর হাসপাতালের ডাক্তারও। সেখানেই ক্যানসার আক্রান্ত পরিচালক বর্তমানে চিকিৎসাধীন।
দেব অভিনীত 'বাঘাযতীন' ছবির শুটিংয়ের সময়ই ক্যানসার ধরা পড়ে পরিচালকের। তবে তাঁর জন্য ছবির কাজ বন্ধ রাখেননি তিনি। প্রথম স্টেজেই খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে অরুণ রায়ের। অসুস্থতা নিয়েই ছবির শুটিং শেষ করেছিলেন পরিচালক। শুধুই 'বাঘাযতীন' নয়, শেষ করেন 'অরণ্যের দিনরাত্রি' ছবির কাজও। এবার অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। দেব সম্প্রতি তাঁর দ্রুত আরোগ্য কামনা করে একটি পোস্ট করেছিলেন। আর শনিবার তাঁকে দেখতেই আর জি কর হাসপাতালে ছুটে গেলেন সুপারস্টার। এদিকে আর জি কর হাসপাতালে 'খাদান' সুপারস্টারকে দেখেই কৌতূহলী প্রত্যক্ষদর্শীরা। অতঃপর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগও হাতছাড়া করেননি কেউ।