সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এক মিস ইন্ডিয়া প্রতিযোগিতা। এবার তাতে নজর কাড়লেন এক বঙ্গ তনয়া। ডেলিউড মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করলেন হুগলির রিম্পা ঘোষ। প্রথম হয়েছেন ওড়িশার রিতু সান্টুকা। মোট ৫টি বিষয়ের উপর ৫ দিন ধরে চলেছে এই প্রতিযোগিতা। তাতেই সেরাদের মধ্যে নিজের স্থান ছিনিয়ে নিয়েছেন চুঁচুড়ার মেয়ে।
[বলিউডের এই নায়িকার জন্য গাইতে চান লতা মঙ্গেশকর]
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেই ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে এবার ছিল দাক্ষিণাত্যের দাপট। ৩০ জন সুন্দরীকে হারিয়ে সেখানে মিস ইন্ডিয়ার শিরোপা পান তামিলনাড়ুর কৃষ্ণাঙ্গি মডেল অনুকৃতি ভাস। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পান হরিয়ানার মীনাক্ষী চৌধুরি। তৃতীয় স্থান অধিকার করেন অন্ধ্রপ্রদেশের শ্রেয়া। বিচারকের আসনে ছিলেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার নিজে। ছিলেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান, কেএল রাহুল, অভিনেতা ববি দেওল, কুণাল কাপুর, মালাইকা অরোরা। করণ জোহর ও আয়ুষ্মান খুরানা সামলান সঞ্চালকের দায়িত্ব।
ডেলিউড মিস ইন্ডিয়া প্রতিযোগিতাও কয়েক বছর ধরে হচ্ছে। সারা দেশ থেকে ১৫ জন প্রতিযোগীকে বাছা হয়। প্রখ্যাত কোরিওগ্রাফার বাবলা কাঠুরিয়া তাঁদের গ্রুমিং করেন। তারপরই ফাইনালের মঞ্চে উপস্থিত হন প্রতিযোগীরা। অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন আরবাজ খান। অন্যান্য বিচারকদের তালিকায় ছিল অদিতি গোভিত্রিকর, সারা খান, বিকাশ বর্মা, রিধি ডোগরার মতো তারকারা। কেবল সৌন্দর্য নয়, প্রতিযোগীদের উপস্থিত বুদ্ধি, ব্যবহারও দেখা হয়। সেই বিচারেই ডেলিউড মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করেছেন রিম্পা। চুঁচুড়ার কেওটার ঘোষ পাড়ার বাসিন্দা রিম্পা হাওড়ার নিতাই চরণ চক্রবর্তী মেডিক্যাল কলেজের হোমিওপ্যাথ নিয়ে ডাক্তারি পড়ছেন। কলকাতা থেকেই অডিশন দিয়েছিলেন তিনি। তারপর দিল্লিতে পান সাফল্য। এবার মডেলিংয়ের জগতেই পরিচিতি পেতে চান মধ্যবিত্ত পরিবারের কন্যা। মেয়ে সাফল্যে খুশি মা-বাবা।
[প্রেম-বিছানা-আদর, ওয়েব সিরিজে এক অন্য মোড়কে শরৎচন্দ্রের ‘চরিত্রহীন’]
[কেমন ছিল মোদির ছেলেবেলা, এবার পর্দায় ফুটে উঠবে সেই কাহিনি]
The post ডেলিউড মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় তৃতীয় হলেন বাংলার রিম্পা appeared first on Sangbad Pratidin.