shono
Advertisement

আইপিএলে ভাল খেলার পুরস্কার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রিঙ্কু!

ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৩ আগস্ট।
Posted: 02:32 PM Jun 26, 2023Updated: 03:41 PM Jun 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা মেরে রিঙ্কু সিং (Rinku Singh) পাদপ্রদীপের আলোয় চলে এসেছিলেন।
সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেও শেষ বলে চার মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছিলেন রিঙ্কু। অখ্যাত অনামী এক ক্রিকেটার হঠাৎই ফিনিশার হয়ে গিয়েছিলেন। তাঁর ব্যাট কথা বলেছিল মেগাটুর্নামেন্টে। সেই দুর্দান্ত পারফরম্যান্সের  পুরস্কার অবশেষে পেতে চলেছেন  কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং।

Advertisement

[আরও পড়ুন: আহমেদাবাদেই ভারত-পাক মহারণ? সূচি ঘোষণার পথে আইসিসি]

সব ঠিকঠাক থাকলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলে জায়গা পেতে চলেছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রিঙ্কু সিং ডাক পেতে পারেন ভারতীয় দলে।

ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে-র দল ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। টি-টোয়েন্টির (T-20 Series) জন্য দল এখনও নির্বাচন করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ চলাকালীন হয়তো টি-টোয়েন্টির দল ঘোষণা করা হবে।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৩ আগস্ট। পাঁচটি ম্যাচ হবে। সেই টি-টোয়েন্টি ম্যাচে দেখা যেতেই পারে রিঙ্কুকে। উল্লেখ্য, আইপিএলে ১৪টি ম্যাচে ৪৭৪ রান করেছেন রিঙ্কু।

এবারের আইপিএল নাইটদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানের নামও রিঙ্কু সিং। মেগা টুর্নামেন্টে দুর্দান্ত সাফল্যের পর নামী ক্রিকেটাররা আশা করেছিলেন জাতীয় দলের দরজা খুলবে রিঙ্কুর জন্য। সেই দিকেই এগোচ্ছে ঘটনাপ্রবাহ। 

[আরও পড়ুন: প্রীতম কোটাল কি মোহনবাগানেই? দলবদলের মাঝে প্রশ্ন সবুজ-মেরুন ভক্তদের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement