দীপক পাত্র, রিও: শুধু ওলিম্পিকের সোনার জন্য কোপা আমেরিকা থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল নেমারকে৷ কিন্তু তাতেও তো কিছু লাভ হল না৷ নেমার, গ্যাব্রিয়েল জেসাস, গ্যাব্রিয়েল বারবোসার থেকে ওলিম্পিক ফুটবলে আর হেভিওয়েট ফরোয়ার্ড লাইন কোথায়? তবুও ৬৯ হাজার দর্শক মুখে হাসি নিয়ে স্টেডিয়াম ছেড়ে বের হতে পারলেন না৷ ওলিম্পিকের প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোল শূন্য অবস্থায় ম্যাচ ড্র করলেন নেমাররা৷
বিশ্বকাপ জিতলেও, এখনও পর্যন্ত ওলিম্পিকের ফুটবলে সোনা নেই ব্রাজিলের৷ আর এটাই ব্রাজিলিয়ানদের একমাত্র মাথাব্যথার কারণ৷ তার উপর এবার নিজেদের ঘরের মাঠে ওলিম্পিকের আসর৷ ব্রাজিল ফুটবল ফেডারেশন ঠিক করে, কোপা আমেরিকার থেকেও গুরুত্ব দেওয়া হবে ওলিম্পিক ফুটবলকে৷ যে কারণে নেমারের মতো তারকাকে বিশ্রাম দেওয়া হয় কোপা আমেরিকার সময়৷ কিন্তু তাতেও খুব একটা লাভ হল না৷ তার উপর দক্ষিণ আফ্রিকার মোথবি এমভালা
দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে লাল কার্ড দেখে বেরিয়ে যান৷ দক্ষিণ আফ্রিকাকে ১০ জনে পেয়েও কিছু করতে পারল না ব্রাজিল৷ নেমার একাই দু’দুটো সহজ সুযোগ নষ্ট করেন৷ বলছিলেন, “আজকের ম্যাচের পর সত্যিই আমি খুব হতাশ৷ এত সহজ সুযোগ পেয়েও গোল করতে পারলাম না! এখনও বিশ্বাসই করতে পারছি না৷ মনে হয় না এরকম ভাবে আর গোল মিস করব৷ আসলে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে পেয়ে আমরা বোধহয় কিছুটা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম৷ তাই এরকম অঘটন ঘটে গিয়েছে৷”
প্রথম ম্যাচে ব্রাজিল গোলশূন্য অবস্থায় শেষ করলেও, শুরুতেই পর্তুগালের কাছে হেরে গেল আর্জেন্টিনা৷ ২-০ গোলে হারে মারাদোনার দেশ৷
The post শুরুতেই নেমারদের ড্র, হারল আর্জেন্টিনা appeared first on Sangbad Pratidin.