shono
Advertisement

‘পন্থ থাকলে মিরাকল হত’, ফাইনাল হেরে ভারতীয় উইকেটকিপারকে মিস করছেন নেটিজেনরা

টিম ইন্ডিয়ার জন্য বিশেষ বার্তাও পাঠিয়েছেন ঋষভ পন্থ।
Posted: 08:02 PM Jun 11, 2023Updated: 08:02 PM Jun 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাঁর অভাব বড়ই টের পেয়েছে ভারত। আগ্রাসী শট খেলে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতিয়েছেন তিনি। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েও ক্রিকেটে ফিরে আসার লড়াই চালাচ্ছেন। ওভালে যখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (World Test Championship Final) ধরাশায়ী হল ভারত, তখন ক্রিকেটপ্রেমীদের মনে পড়ে গেল একটাই নাম- ঋষভ পন্থ (Rishabh Pant)। অজি দুর্গ গাব্বায় ভারতের টেস্ট জয়ের নায়ক।

Advertisement

ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এখন ক্রিকেট থেকে অনেক দূরে রয়েছেন পন্থ। রিকভারি শুরু হলেও কবে মাঠে নেমে খেলতে পারবেন, তা নিয়েও সংশয় রয়েছে। তবে মাঠে না থেকেও তাঁর মন পড়ে রয়েছে দলের কাছেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলাকালীনই ভারতের জন্য বিশেষ বার্তাও পাঠিয়েছিলেন তিনি। টেস্টের চতুর্থ দিন একটি টুইট করে লিখেছিলেন, “বিশ্বাস হারিও না টিম ইন্ডিয়া। তোমরা জিতবে।” তবে ঋষভের বিশ্বাস কাজে এল না। ২০৯ রানে পরাস্ত হল মেন ইন ব্লু। 

[আরও পড়ুন: আরও প্রস্তুতির প্রয়োজন ছিল, ফাইনাল হেরে দাবি দ্রাবিড়ের, ভেন্যু নিয়ে প্রশ্ন তুললেন রোহিত]

ওভাল টেস্ট হারের পরেই ক্রিকেটপ্রেমীদের মুখে উঠে আসছে পন্থের নাম। তার অন্যতম কারণ, টেস্ট ক্রিকেটে পন্থের ছক ভাঙা কার্যকরী ব্যাটিং। আগ্রাসী ব্যাটিং করে দলের রান বাড়ানোর পাশাপাশি বিপক্ষ বোলারদের আত্মবিশ্বাসও টলিয়ে দিতেন। সেই কথাই বললেন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেন, “ঋষভ পন্থ থাকলে একটা মিরাকল হতেই পারত। এই পরিস্থিতিতে যদি ভারত জিতে যেত তাহলে অবশ্যই সেটা আশ্চর্য একটা ব্যাপার হতো। কিন্তু পন্থ থাকলে অনেকটাই আশা থাকত ভারতীয়দের মনে। কারণ টেস্টের একাধিক কার্যকরী ইনিংস খেলার অভিজ্ঞতা রয়েছে পন্থের।”

ভারতীয় দল ও টিম ম্যানেজমেন্টের এহেন দুর্দশার মধ্যে উঠে আসছে এক নয়া তত্ত্বও। আগামী দিনে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করা হোক পন্থকে, এমনটাই দাবি করেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। তাঁদের মতে, ইতিমধ্যেই আইপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে পন্থের। ভারতীয় দলেও অনায়াসেই দায়িত্ব নিতে পারবেন তিনি। তবে চোট সারিয়ে ফিরে আবার কবে মাঠে নামতে পারবেন পন্থ, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ভারতীয় দলের ব্যাটন কি উঠবে তাঁর হাতে?

[আরও পড়ুন: ‘আম্পায়ার আরও দেখে সিদ্ধান্ত নিতে পারতেন’, শুভমানের আউট নিয়ে হতাশ রোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement