সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটেনের নির্বাচনে জয়জয়কার লেবার পার্টির। ৬৫০ আসনের মধ্যে ইতিমধ্যেই ৪১১টি চলে গিয়েছে কিয়ের স্টার্মারের দখলে। তার মধ্যে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীরাও। ইতিমধ্যেই অন্তত ১০ জন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জয় নিশ্চিত করে ফেলেছেন। সেই সংখ্যাটা আরও বাড়বে বলেই অনুমান ওয়াকিবহাল মহলের।
৬৫০ আসনের হাউস অফ কমন্সে গতবার ১৫ জন ভারতীয় বংশোদ্ভূত সাংসদ ছিলেন। প্রধানমন্ত্রী ঋষি সুনাক ছাড়াও আরও ৬ জন কনজারভেটিভ দলের ভারতীয় বংশোদ্ভূত সাংসদ ছিলেন হাউস অফ কমন্সে। বিরোধী লেবার পার্টি থেকে ছিলেন ৮ ভারতীয় বংশোদ্ভূত সাংসদ। তবে ২০২৪ সালের নির্বাচনে (UK Election) মোট ১০৭ জন ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জনের জয় নিশ্চিত। জয়ী হতে পারেন আরও একাধিক ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী।
[আরও পড়ুন: ১৪ বছরের টোরি শাসনের অবসান, কোন কোন কারণে ধরাশায়ী সুনাক?]
জয়ী ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে প্রথমেই রয়েছেন ঋষি সুনাক (Rishi Sunak)। তাঁর দলের ভরাডুবি হলেও সুনাক নিজে জিতে গিয়েছেন রিচমন্ড কেন্দ্র থেকে। সুনাক সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানও জয়ী হয়েছেন ফারহ্যাম কেন্দ্র থেকে। উল্লেখ্য, ভারতবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছিল ভারতীয় বংশোদ্ভূত নেত্রীর বিরুদ্ধে। এছাড়াও কনজারভেটিভ পার্টি থেকে টিকিট পাওয়া গগন মহীন্দ্রা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল জয়ী হয়েছেন।
লেবার পার্টির টিকিটে নির্বাচনে লড়া প্রীত কউর গিল, কণিষ্ক নারায়ণ, নবেন্দু মিশ্র, লিসা নন্দী, শিবানী রাজা, সৎবীর কউররাও জিতে গিয়েছেন। পাগড়ি পরিহিত ব্রিটেনের প্রথম সাংসদ তনমনজিৎ সিং দেশিও জিতে গিয়েছেন। টানা দুবার হাউস অফ কমন্সে জায়গা করে নিলেন এই ভারতীয় বংশোদ্ভূত সাংসদ। বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি নিয়ে নির্বাচনী প্রচারে বারবার প্রতিশ্রুতি দিয়েছে লেবার পার্টি। সেই দলের ভারতীয় বংশোদ্ভূত প্রার্থীদের ঢেলে ভোট দিয়েছে ব্রিটিশ আমজনতা।