-
- ফটো গ্যালারি
- এক নজরে
- Ritabhari chakrabortys christmas 2024 celebration with ideal school for the deaf students
ফুচকা-বিরিয়ানিতে সেলিব্রেশন, বিশেষভাবে সক্ষম শিশুদের কাছে ঋতাভরীই সান্তা!
'ফাটাফাটি' সেলিব্রেশনের এই ছবিগুলো মন ভরিয়ে দেবে।
Tap to expand
ক্রিসমাসে ঋতাভরী চক্রবর্তীর 'ফাটাফাটি' সেলিব্রেশন। কাদের সঙ্গে? নিজের আইডিয়াল স্কুল ফর দ্য ডেফের বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে।
Tap to expand
বড়দিন অনেকের ছুটির দিন। কিন্তু আইডিয়াল স্কুল ফর দ্য ডেফের পড়ুয়াদের জন্য ২৪ ঘণ্টা আগেই যেন সান্তাক্লজ হয়ে উঠেছিলেন ঋতাভরী।
Tap to expand
বছরের একটা দিন সবাই ছিল হইহুল্লোড়ের মেজাজে। ফুচকা, বিরিয়ানি, আইসক্রিম, উপহার সবই ছিল সাজানো। সেই সঙ্গে ফেস পেন্টিংয়ের মজা।
Tap to expand
বড়দিনের কেকও কাটা হয় এদিন। অভিনেত্রীর কাছের মানুষরাও শামিল হয়েছিলেন সেলিব্রেশনে। ছিলেন শতরূপা সান্যাল। হাসিমুখেই কাটা হয় কেক।
Tap to expand
‘অভিভাবক ও আপনজন’ হিসেবে নিজের এই সন্তানদের নিয়ে গর্বিত ঋতাভরী। জীবনের নানা মুহূর্ত এদের সঙ্গে ভাগ করে নেন। বড়দিনের বড় পাওনা ছিল নায়িকার স্নেহের আলিঙ্গন। ছবি: ফেসবুক।
Published By: Suparna MajumderPosted: 11:16 AM Dec 25, 2024Updated: 11:20 AM Dec 25, 2024
'ফাটাফাটি' সেলিব্রেশনের এই ছবিগুলো মন ভরিয়ে দেবে।