সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজার খেলা দাবা। চৌষট্টিটা খোপই যুদ্ধক্ষেত্র। তাতে সাদা-কালোর তীব্র লড়াই। হাতিশালে হাতি আছে। ঘোড়াশালে ঘোড়া। আবার নৌকা-গজের আলাদা খেলা। সবার উপরে রাজা-রানির লড়াই। মগজাস্ত্রের জোরেই হবে কিস্তিমাত। 'দাবাড়ু'র এই গল্প এবার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির উইন্ডোজের প্রযোজনায় বড়পর্দায় তুলে ধরছেন পরিচালক পথিকৃৎ বসু। সেই সুবাদেই বহুদিন বাদে এক ফ্রেমে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিরঞ্জিৎ চক্রবর্তীকে। শুক্রবার প্রকাশ্যে এল 'দাবাড়ু'র টিজার (Dabaru Teaser)।
এক ছাপোষা মধ্যবিত্ত বাড়ির শৈশবজুড়ে দাদুর হাত ধরে দাবার সঙ্গে পরিচয়ের স্মৃতি। যা তাঁকে দৌড় করায় নাস্তানাবুদভাবে। সংসারে যেখানে অন্নসংস্থানের লড়াইটাই বড় হয়ে ওঠা, সেই বাড়ির ছেলে খেলবে দাবা! ক্রিকেট, ফুটবল খেললে স্পোর্টস কোটায় চাকরি হয়, কিন্তু দাবা? সমাজের একটা স্তরে সম্ভবত আজও এমন ধ্যানধারণা প্রচলিত। বাংলার গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনেও এহেন সংগ্রাম রয়েছে। তাঁর মায়ের অবদানও কম নয় সাফল্যের নেপথ্যে। 'দাবাড়ু'র টিজারেও মিলল সেই ঝলক।
‘উইন্ডোজ’-এর ছবি মানেই বিষয়ভাবনায় অভিনবত্ব। ‘বেলাশুরু’, ‘হামি ২’ থেকে 'ফাটাফাটি', 'রক্তবীজ', সবেতেই একশোয় একশো। এবার 'দাবাড়ু'র (Dabaru Movie) পালা। বাংলার গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনের অনুপ্রেরণায় গল্প সাজিয়েছেন পথিকৃৎ। অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী, দীপঙ্কর দে, খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসুর মতো অভিনেতা।
[আরও পড়ুন: রাজনীতিতেও কঙ্গনার প্রতিপক্ষ ‘নেপো কিড’! ‘বাপ-ঠাকুরদার সম্পত্তি নাকি?’ ফুঁসছেন পদ্মপ্রার্থী]
প্রসঙ্গত, উইন্ডোজের সঙ্গে পথিকৃতের প্রথম কাজ ‘মুক্তধারা’-র অবজারভার হিসাবে। তারপর যদিও এই হাউসের সঙ্গে তাঁর আর কাজ করা হয়নি। এই প্রথম পথিকৃৎ পরিচালক হিসাবে মেগাহিট হাউসের সঙ্গে যুক্ত। দাবা খেলাকে কেন্দ্র করে তৈরি এই গল্প নিয়ে নাকি নন্দিতা-শিবপ্রসাদ জুটির বহুদিন ধরেই কাজ করার ইচ্ছে ছিল। এদিকে পথিকৃৎও চাইছিলেন প্রযোজক জুটির সঙ্গে ভালো কাজ করতে। ব্যস দুইয়ে দুইয়ে চার। গবেষণা করেই 'দাবাড়ু' তৈরির কাজে ব্রতী হয়েছে পথিকৃৎ। ছবিতে সূর্যশেখরের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন খুদে সমদর্শী সরকার। কিশোর সূর্যর চরিত্রে অর্ঘ্য বসু রায়।
'দাবাড়ু'র সৌজন্যেই কুড়ি বছর পরে ‘উইন্ডোজ’-এর সঙ্গে কাজ করলেন চিরঞ্জিৎ। আর বহুদিন পর তাঁকে দেখা গেল টলি ক্যুইন ঋতুপর্ণার সঙ্গে। শোনা গিয়েছে, 'দাবাড়ু'র মায়ের ভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা। দাদুর চরিত্রে দেখা গেল দীপঙ্করকে। শিশুর দাবা কোচের ভূমিকায় রয়েছেন কৌশিক সেন। ছবি মুক্তি পাবে গরমের ছুটির মাঝে। তারিখ ১০ মে।