shono
Advertisement

Breaking News

Rituparna Sengupta

প্রথম বৃষ্টিতে নাজেহাল ঋতুপর্ণা, জলমগ্ন রাস্তায় জেরবার নায়িকা, কী করলেন?

অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন ভিডিও।
Posted: 10:48 AM May 07, 2024Updated: 02:01 PM May 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র গরমের পর অবশেষে বৃষ্টির দেখা কলকাতায়। সোমবার ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। স্বস্তির নিশ্বাস ফেলেছেন অনেকে। কিন্তু এই বৃষ্টিতেই আবার নাজেহাল হতে হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। জলমগ্ন রাস্তায় জেরবার হতে হয়েছে তাঁকে। নিজেই শেয়ার করেছেন ভিডিও।

Advertisement

সিঙ্গাপুর থেকে ফেরার পর সোমবার সারাদিন শুটিং ছিল অভিনেত্রীর। সন্ধ্যার পর হয় প্যাকআপ। কিন্তু ততক্ষণে মুষলধারায় বৃষ্টি হয়েছে কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী এলাকায়। স্টুডিও থেকে বেরিয়ে অভিনেত্রী দেখেন সামনে জলে জলাকার অবস্থা। কিন্তু বাড়ি তো যেতে হবে। তার জন্য পৌঁছতে হবে গাড়ি পর্যন্ত। ব্যস, ঋতুপর্ণা নেমে পড়লেন বৃষ্টির জমা জলে। পরনের পোশাকটি তুলে নিয়েই জলের মধ্যে দিয়ে যেতে থাকেন অভিনেত্রী। ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যান গাড়ির দরজার সামনে।

 

[আরও পড়ুন: শাড়ির আভিজাত্য নিয়ে ‘মেট গালা’য় আলিয়া ভাট, ছবি থেকে চোখ ফেরানো দায় ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোমবার ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি। স্বস্তির নিশ্বাস ফেলেছেন অনেকে।
  • কিন্তু এই বৃষ্টিতেই আবার নাজেহাল হতে হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে।
Advertisement