shono
Advertisement
Rituparna Sengupta

রেশন দুর্নীতি মামলায় ইডির তলব এড়ালেন ঋতুপর্ণা! কী জানালেন অভিনেত্রী?

সকালেই সিজিও কমপ্লেক্সে হাজিরা ছিল অভিনেত্রীর।
Published By: Suparna MajumderPosted: 01:51 PM Jun 05, 2024Updated: 05:40 PM Jun 05, 2024

অর্ণব আইচ: রেশন দুর্নীতি মামলায় জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) নাম। বুধবার সকাল এগারোটায় সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে তলব করেছিল ইডি। কিন্তু অভিনেত্রী এখন বিদেশে। তাই মেল পাঠিয়ে জানিয়ে দিয়েছেন, তাঁর পক্ষে এখন সিজিও কমপ্লেক্সে যাওয়া সম্ভব নয়। দেশে ফিরে এলে যোগাযোগ করার আশ্বাসও দিয়েছেন তিনি।

Advertisement

প্রাথমিক খবর অনুযায়ী, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছে। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এর আগে ঋতুপর্ণা বলেছিলেন, "খুব অবাক হয়েছি শুনে। আমি এ ব্যাপারে সত্যিই কিছু জানি না। রেশন দুর্নীতি কী? সে সম্পর্কে আমার কোনও ধারণাই নেই। "

[আরও পড়ুন: গেরুয়া ঝড়ে লাগাম! ভোটের ফল ঘোষণার পর ইঙ্গিতপূর্ণ পোস্ট অনুপমের]

এর পরই আবার ঋতুপর্ণা বলেন, "সামনে আমার অনেকগুলো ছবির মুক্তি রয়েছে। তার মাঝে এমন খবর, মোটেই আমার জন্য ভালো নয়। আমার সম্মানহানি হল। সারাজীবন পরিশ্রম করছি। হঠাৎ করে আমার নামে এমন বলে দেওয়া খুবই অন্যায়।” তাহলে কি ইডির ডাকে যাবেন? এই প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে। জবাবে তিনি জানিয়েছিলেন, আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের জুলাইয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালিকাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। একসময় রোজভ্যালি বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল। যে ছবির কয়েকটি অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা। সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সে সময় জানানো হয়েছিল। এদিকে আবার আগামী শুক্রবার সিনেমা হলে মুক্তি পাবে ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটির পঞ্চাশতম ছবি 'অযোগ্য'। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় নতুন এই ছবিতে অভিনয় করেছেন দুই তারকা। ঋতুপর্ণা-প্রসেনজিৎ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার। 

 

[আরও পড়ুন: বিজেপির ভোটের কাঁটা ‘জওয়ান’ শাহরুখ! কীভাবে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রেশন দুর্নীতি মামলায় জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম।
  • বুধবার সকাল এগারোটায় সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে তলব করেছিল ইডি।
  • কিন্তু অভিনেত্রী এখন বিদেশে। তাই মেল পাঠিয়ে জানিয়ে দিয়েছেন, তাঁর পক্ষে এখন সিজিও কমপ্লেক্সে যাওয়া সম্ভব নয়।
Advertisement