shono
Advertisement

‘ব্যঙ্গ, রঙ্গ সম্মেলন কোথায় হয় বদ্দা?’, বঙ্গ সম্মেলন নিয়ে চলতি দক্ষযজ্ঞের মাঝেই ‘ঘি’ ঋত্বিকের

'সুবিধেবাদী' শিল্পীদের কাঠগড়ায় তুললেন অভিনেতা!
Posted: 01:39 PM Jul 07, 2023Updated: 01:39 PM Jul 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নর্থ আমেরিকান বঙ্গ সম্মেলনে গিয়ে চূড়ান্ত অপদস্থ হতে হয়েছে বাংলার শিল্পীদের। প্রাপ্য পারিশ্রমিক না পাওয়া থেকে হোটেলের ঘর নির্ধারিত সময়ের আগে ছেড়ে দেওয়া, খাওয়া-দাওয়ার অব্যবস্থা, অনুষ্ঠানের উদ্ভট সময়সূচী- নানাভাবে বাংলার বিশিষ্ট সংগীতশিল্পী জয়তী চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তীদের অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়তে হয় সেদেশে। প্রশ্ন ওঠে উত্তর আমেরিকার বঙ্গ সম্মেলন অনুষ্ঠানের আয়োজকদের আতিথেয়তা নিয়েও! এমতাবস্থায় বিদেশ বিভুঁইয়ের মাটিতে বাংলার শিল্পীদের অসম্মান, অপমান নিয়ে যখন তর্ক-বিতর্কের অন্ত নেই, এমন অনভিপ্রেত ঘটনার বিরুদ্ধে গর্জে উঠেছেন বাংলার বিশিষ্ট শিল্পীরা, তখন সেই প্রেক্ষিতেই ‘সুবিধেবাদী’ শিল্পীদের কাঠগড়ায় তুললেন ঋত্বিক চক্রবর্তী।

Advertisement

এক ফেসবুক ভিডিওতে হাতের পুতুলের মুখ দিয়েই ঋত্বিক চক্রবর্তীর প্রশ্ন, “ব্যঙ্গ সম্মেলন কোথায় হয় বদ্দা?” তা শুনে অভিনেতার উত্তর- ‘এখানে’। এরপরই পুতুলের আক্ষেপ, “ও আমরা করলে দোষ নেই, নর্থ আমেরিকায় হলেই দোষ”! অভিনেতা এর জবাবে বলেন, “ওখানে তো এসব হওয়ার কথা নয়।” তখন পালটা পুতুলের কথা, “তাও তো ওরা পারল। প্রতিবছর এসব ব্যঙ্গ, রঙ্গ, ট্যাঙ্গো হয়। সেটা তো চাট্টিখানি কথা নয় বদ্দা!… আসছে বছর আবার হবে। তখন ব্যঙ্গকে বলবে রঙ্গ। নতুন চেহারায় নতুন মোড়কে এবারের নতুন সম্মেলন। রঙ্গ সম্মেলন।”

ঋত্বিক চক্রবর্তীর এমন পোস্টে সায় দিয়েছেন বহু অনুরাগীরা। কারও মন্তব্য, সেরা প্রতিবাদ। কেউ বা আবার গুরুগম্ভীরভাবে অভিনেতার পোস্টের গূঢ় অর্থ বুঝিয়ে দিলেন হাবেভাবে। তাঁদের কথায়, ‘আসছে বছর আবার হবে, তখন এই কাঁকড়ার ঝুঁড়ি থেকে উপরে উঠে কে কত কম টাকায় বিদেশ ফেরত খ্যাতি অর্জন করবেন কিংবা কে কত বেশি অপমানিত হতে পারেন, সেই প্রতিযোগিতা করতে আবার যাবেন তাঁরা। যাঁরা বিবেকবোধ থেকে যাবেন না, তাঁদের জায়গায় নতুনরা যাবে। এরাই তো সুবিধেবাদী। এদের মুখোশ খুলে গেছে।’

[আরও পড়ুন: ‘অপদার্থ সংগঠক’, বঙ্গ সম্মেলনে বাংলার শিল্পীদের চূড়ান্ত হেনস্তায় ‘ধিক্কার’ জানালেন তারকারা]

প্রসঙ্গত, বৃহস্পতিবারই বঙ্গ সম্মেলন নিয়ে চলতি বিতর্কের মাঝে সমাজমাধ্যমের পাতায় এক খোলা প্রতিবাদী চিঠি দিয়ে আওয়াজ তুলেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, ইমন চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, থেকে অঞ্জন দত্ত, জয় সরকার, সোহিনী সরকারের পাশাপাশি বহু তারকারা।

[আরও পড়ুন: ঋতুস্রাবের তারিখ কবে? অভিনেত্রীকে সোজা প্রশ্ন অনুরাগ কাশ্যপের, সেদিন যা ঘটেছিল…]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement