সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির জীবনের প্রত্যেক মুহূর্তের সঙ্গে জড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হাসি-কান্না, প্রেম-বিরহ, প্রত্যেক আবেগের আধার। এমন ব্যক্তিত্ব 'আমাদের দেশের স্বাধীনতা চাননি?' 'জাতীয় কবি দেশের শত্রু ছিলেন?' সত্যিটা জানতে মরিয়া ঋত্বিক চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রহস্যের কিনারা করতেই সায়ন্তন ঘোষালের সঙ্গে হাত মিলিয়েছেন দুই তারকা।
ব্যাপার কী? এবার তাহলে জানিয়েই দেওয়া যাক। সায়ন্তন ঘোষালের পরিচালনায় 'রবীন্দ্র কাব্য রহস্য' (Rabindra Kabya Rahasya) ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী-ঋত্বিক। সম্প্রতি এসকে মুভিজ আয়োজিত অনুষ্ঠানে ছবির নতুন মোশন পোস্টার প্রকাশ করা হয়। তাতেই কবিগুরুর লুকে দেখা যায় অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে। 'রবীন্দ্রনাথ ঠাকুর নাকি আমাদের দেশের স্বাধীনতা চাননি?' এই সংলাপ বলা হয়েছে মোশন পোস্টারের অডিওতে। এর পরই শোনা যায় ঋত্বিকের সংলাপ, 'এই যে রবীন্দ্রনাথের বিরুদ্ধে এত প্রপাগান্ডা হচ্ছে এর বিরুদ্ধে তো কাউকে কথা বলতে হবে।'
“এক রবীন্দ্র ভক্ত কবি আর তার প্রতিশোধের গল্প…”, এই ক্যাপশন দিয়েই 'রবীন্দ্র কাব্য রহস্য'র ফার্স্টলুক প্রকাশ করা হয়েছিল। ছবিতে ঋত্বিক-শ্রাবন্তী-প্রিয়াংশু ছাড়াও রয়েছেন ঋতব্রত মুখোপাধ্যায়, রাজনন্দিনী পাল। প্রসঙ্গত, গোয়েন্দা গল্পে সায়ন্তন ঘোষালের বেশ মুন্সিয়ানা রয়েছে। শোনা গিয়েছে, নতুন এই গল্পে কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখা যাবে হিয়া ও অভীককে। এই দুই চরিত্রেই ঋত্বিক ও শ্রাবন্তীকে দেখা যেতে পারে বলে খবর।
গল্প সম্পর্কে যা শোনা গিয়েছে সেই অনুযায়ী, কবিতা লেখার পাশাপাশি রহস্য সমাধানের কাজও করে অভীক (ঋত্বিক চক্রবর্তী)। একটি সিরিয়াল কিলিংয়ের মামলার তদন্ত করতে লন্ডনে যায় সে। সেখানে রবীন্দ্রসংগীত শিল্পী হিয়ার (শ্রাবন্তী চট্টোপাধ্যায়) সঙ্গে দেখা হয়। হিয়ার সঙ্গে কি খুনের এই মামলার কোনও যোগ রয়েছে? এই প্রশ্নের উত্তর মিলবে ‘রবীন্দ্র কাব্য রহস্য’ মুক্তি পেলে। ২০২৩ সালে এই ছবি গোয়ার চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে ছিল। সেবছর ইউনেস্কো গান্ধী মেডেল অ্যাওয়ার্ডও পেয়েছে।