সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করতে গিয়ে শক খেয়েছিলেন পাকিস্তানের এক মন্ত্রী৷ এবার নমোর নামে নিন্দা শুরু করতেই প্যান্ট খুলে গেল এক ভারতীয় সাংসদের৷ শুধু তাই নয়, এই ঘটনার ভিডিও ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷
এই হাস্যকর ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়া জেলায়৷ এক জনসভায় সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে বক্তব্য রাখছিলেন লালুপ্রসাদ যাদবের দল আরজেডি-র রাজ্যসভার সাংসদ আশফাক করিম৷ গরমাগরম ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুলোধোনা করবেন বলে সবে দু-চারটে বুলি আউড়েছিলেন, ঠিক এমন সময় ঘটল বিপর্যয়৷ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তাঁর কোমর থেকে খুলে যায় প্যান্ট৷ যদিও তড়িঘড়ি গোড়ালি থেকে প্যান্ট টেনে তুলে ফের ভাষণ শুরু করেন করিম৷ তবে ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে৷ সেখানে উপস্থিতি সংবাদমাধ্যম ও অন্যান্যদের ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়ে যায়৷ জনতার মাঝেও ওঠে হাসির রোল৷
সাংসদ করিমের অস্বস্তি বাড়িয়ে এই ঘটনার ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন দিল্লি বিজেপির মুখপাত্র তেজিন্দর পাল সিং বগ্গা৷ প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয় রি-টুইট৷ অনেকেই বেশ মজা পেলেও বর্ষীয়ান সাংসদকে নিয়ে এহেন টুইটে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ৷
উল্লেখ্য, গত বছর ১২ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয়। আইন অনুযায়ী, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত অমুসলিম অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পারসি, ও খ্রিস্টানদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু নাগরিকত্ব প্রদানের সঙ্গে ধর্মকে যুক্ত করাতেই প্রতিবাদের ঝড় উঠেছে দেশজুড়ে। মুসলিমদের এই আইনের আওতায় না আনে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যসভা সাংসদ আশফাক করিম৷ তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়েছেন, এই আইন মুসলিম বিরোধী নয়। তাই দুশ্চিন্তার কোনও প্রয়োজন নেই। তবে সেই আশ্বাসেও কাজ হয়নি। কলকাতার পার্ক সার্কাস থেকে দিল্লি শাহিনবাগ, সর্বত্রই চলছে বিরোধিতা।
[আরও পড়ুন: ফাঁসির আসামির শেষ আইনি সহায়তা পাওয়ার সময়সীমা বেঁধে দেওয়ার আরজি কেন্দ্রের]
The post CAA নিয়ে মোদির সমালোচনা করতেই প্যান্ট খুলে গেল আরজেডি সাংসদের appeared first on Sangbad Pratidin.