shono
Advertisement

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বিটি রোডে, মৃত ৩ বাইক আরোহী

নিউটাউনে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ।
Posted: 09:03 AM May 21, 2023Updated: 11:48 AM May 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গতির বলি। রবিবার সকালে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে জোড়া পথ দুর্ঘটনা। আগরপাড়ায় মৃত্যু হয়েছে তিনজনের। নিউটাউনে জখম ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাফিক কিয়স্ক, একাধিক গাড়িও।

Advertisement

প্রথম ঘটনাটি ঘটে আগরপাড়া সংলগ্ন বিটি রোডে। এদিন সকাল সাতটা নাগাদ দ্রুত গতিতে আসা একটি বাইক পানিহাটি তেঁতুলতলা মোড়ের কাছে দমকল অফিসের সামনে থাকা পিকআপ ভ্যানে ধাক্কা মারে। বাইকটিতে তিনজন আরোহী ছিলেন। বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। বাইকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ভ্য়ানটি। ক্ষতিগ্রস্ত হয় বিটি রোডের উপরে থাকা একটি ট্রাফিক কিয়স্কও। জানা গিয়েছে, ডানলপের দিক থেকে বারাকপুরের দিকে বিটি রোড ধরে যাচ্ছিল বাইকটি।  খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে খড়দহ থানার পুলিশ। 

[আরও পড়ুন: ‘কোথায় হুকিং হচ্ছে জানেন কাউন্সিলররা’, চুপচাপ বিদ্যুৎ চোর ধরার নির্দেশ মেয়রের]

বিটি রোড সংলগ্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই রোডে প্রায়শই বেপরোয়াভাবে বাইক ছোটে। যার জেরে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা এড়াতে সতর্ক দৃষ্টি রেখেছে ট্রাফিক পুলিশ। নাসিম আলি, রোহিত কেশরী, করণ সিং এই তিন যুবকের মৃত্যু হয়েছে। তিনজনেরই বাড়ি টিটাগড় এলাকায়। বয়স কুড়ি থেকে বাইশ বছরের মধ্যে। পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করেছে। চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।

দ্বিতীয় ঘটনাটি ঘটে রাজারহাট নিউটাউনে। জানা গিয়েছে, দু’টি বিলাসবহুল গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়ি দু’টির অবস্থা শোচনীয়। গাড়ি দু’টির চালক জখম হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা চলছে। গাড়ি দু’টি পুলিশের তরফে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

[আরও পড়ুন: ‘কোথায় হুকিং হচ্ছে জানেন কাউন্সিলররা’, চুপচাপ বিদ্যুৎ চোর ধরার নির্দেশ মেয়রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার