স্টাফ রিপোর্টারঃ এবার পুলিশই ইভটিজিংয়ের শিকার৷ তাও আবার খাস কলকাতায়৷ সোমবার রাতে বেলেঘাটা বাইপাসের কাছে কলকাতা পুলিশের এক মহিলা সাব ইনস্পেক্টরকে(এসআই) লক্ষ্য করে কটূক্তি করে কয়েকজন যুবক৷ প্রতিবাদ করেন এসআই৷ তিনি যুবকদের সামনে গিয়ে পুলিশে নালিশ জানানোর কথা বলেন৷ কিন্তু কোনও ফল হয়নি৷ উল্টে ওই যুবকের দল মহিলাকে খুনের হুমকি দেন বলে অভিযোগ৷ প্রায় সঙ্গে সঙ্গে বেলেঘাটা থানায় ফোন করেন মহিলা৷ নিজের পরিচয় দিয়ে পুরো ঘটনা জানান৷ পুলিশ এসে দুই যুবককে গ্রেপ্তার করে৷
[শহরে বেপোরোয়া গাড়ির ধাক্কায় মৃত ২, আহত ৫]
বুধবার ধৃতদের আদালতে তোলা হবে৷ জানা গিয়েছে, বাইপাসের কাছে ওই দলটি আগেও মেয়েদের কটূক্তি করেছে৷ নেশা করে মস্তানি করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে৷ আগেও প্রতিবাদ হয়েছে৷ তবে থানায় অভিযোগ হয়নি৷ ঘটনার সময় মহিলা পুলিশ আধিকারিক বাড়ি ফিরছিলেন৷ তাঁর শারীরিক গঠন নিয়ে অশালীন মন্তব্য ছুড়ে দেওয়া হয়৷ প্রাথমিকভাবে ওই দলটিকে এড়িয়ে যাওয়ার করেন এসআই৷ কিন্তু দূর থেকে কুপ্রস্তাবও দেওয়া হয়৷ মহিলা একাই দলটির দিকে এগিয়ে যান৷ মহিলার সাহস দেখে পথচারীরা এগিয়ে আসেন৷ তবু দলটি তাঁকে শারীরিক হেনস্তা করার হুমকিও দেয়৷ যুবকের দল তাঁকে প্রাণে মারার হুমকি দেয়৷
[পোষ্য কুকুরের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে বলেছিল স্বামী, পুলিশের দ্বারস্থ স্ত্রী]
এই পরিস্থিতিতে বেলেঘাটা থানায় ফোন করেন মহিলা৷ কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে চলে আসে৷ বাকিরা পালিয়ে গেলেও দু’জন ধরা পড়ে যায়৷ পুলিশ জানিয়েছে, ওই দলে আরও যারা ছিল তাদের খোঁজ চলছে৷ যুবকের দলটি আগে কোনও অপরাধমূলক কাজে জড়িত কি না তারও খোঁজ নেওয়া হচ্ছে৷
[৬ ঘণ্টার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে পলাতক বাবা-মা]
The post শহরে ইভটিজিংয়ের শিকার তরুণী সাব-ইন্সপেক্টর appeared first on Sangbad Pratidin.