নব্যেন্দু হাজরা ও কলহার মুখোপাধ্যায়: নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্পে (Noapara To Airport Metro Project) দুষ্কৃতী হামলা। অভিযোগ, মেট্রো প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের বেঁধে রেখে মারধর করা হয়। ওই মেট্রো প্রকল্পে সশস্ত্র দুষ্কৃতীরা লুটপাটও চালায়। দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও মেট্রো প্রকল্পে হামলা চালানো দুষ্কৃতীদের কাউকেই গ্রেপ্তার করা যায়নি।
মঙ্গলবার রাতে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ চলছিল। আচমকাই জোরে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে আসেন কর্মীরা। তাঁরা দেখেন, মেট্রো প্রকল্পের আশেপাশে অন্তত ১৬-১৭ জন দুষ্কৃতী ঘোরাফেরা করছে। তাদের প্রত্যেকের হাতেই রয়েছে অস্ত্রশস্ত্র। নৈশপ্রহরী-সহ বেশ কয়েকজন কর্মীকে বেঁধে রেখেছে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, নিরাপত্তারক্ষীদের মারধরও করে ওই সশস্ত্র দুষ্কৃতীরা। মারধরের পর মেট্রো প্রকল্প থেকে মূল্যবান সামগ্রী লুটপাট করে তারা।
[আরও পড়ুন: Weather Update: রাজ্যজুড়ে শীতের আমেজ, সপ্তাহান্তে আরও কমবে তাপমাত্রা]
দুষ্কৃতী হামলায় মেট্রো প্রকল্পের কাজের সঙ্গে যুক্ত থাকা বেশ কয়েকজন জখম হন। কর্মীদের দাবি, বিগত দু’বছর ধরে তারা কাজ করছে। এ নিয়ে তিনবার এই ধরনের দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল। ইতিমধ্যেই এই ঘটনায় নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্পে বরাত পাওয়া সংস্থার তরফে দমদম থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পাওয়ামাত্রই পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি।
দুষ্কৃতী হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত কর্মীরা। কাজে যোগ দেওয়ার সাহস পাচ্ছেন না তাঁরা। দুষ্কৃতী হামলায় প্রাণহানির আশঙ্কাও করছেন কেউ কেউ। নির্মাণকারী সংস্থার তরফে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানানো হয়েছে দুষ্কৃতী হামলার কথা। তবে এখনও পর্যন্ত মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।